জেলা 

“পৃথিবীর পাঠশালা” – এর উদ্যোগে হাওড়া চেঙ্গাইলে পালিত হল নেতাজির জন্ম জয়ন্তী

শেয়ার করুন

এম এ মনু উলুবেড়িয়া: আজ তেইশে জানুয়ারী নেতাজী সুভাস চন্দ্র বসুর জন্ম দিবস পালন করলো “পৃথিবীর পাঠশালা” চেঙ্গাইলের খুদে পড়ুয়াদের অভিনব উদ্যোগ, এই মহতী কর্মশালার কথা কেউই জানতো না,যদি না তারা রাস্তার ধারে বেদী তৈরী করে নেতাজীর জন্ম দিন টা পালন করত।

হঠাৎ করেই খুদে পড়ুয়াদের দল ফুল মালা নিয়ে হাজির, সাদিয়া, মহসিনা, জেবা, নাদিয়ারা যখন জাতীয় পতাকা, বেদী সাজাতে ব্যস্ত, কৌতূহলী মানুষ রীতিমতো ভীড় করে দাঁড়িয়ে যায়। জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করে, দেশাত্মবোধক গান সমবেত কন্ঠে সংগীত পরিবেশন করে। করোনা অতিমারিতে স্কুলে যখন তালা পড়েছে. পঠন পাঠন বন্ধ, কচিকাচাদের নিয়ে পড়াশোনা চালু রাখতে অভিনব স্কুল খুলে চলছে পড়াশোনা. পৃথিবীর পাঠশালা।

Advertisement

শিক্ষক শিক্ষিকা বলতে, ইসরার হোসেন, সহ অনেকেই পালা করে উপস্থিত থাকেন, পড়াশোনার সঙ্গে সংস্কৃতির পাঠ দেওয়া হয় বলে জানালেন জাহিরুল ইসলাম। মূল উদেশ্য করোনা আবহে ছাত্র ছাত্রীদের পঠনপাঠনের সঙ্গে যুক্ত রাখা, এই উদ্যোগ কে এলাকার মানুষ সাধুবাদ জানায়।

পৃথিবীর পাঠশালা আসলে কি এবং কেন তা নিয়ে কি বললেন কর্তৃপক্ষ শুনুন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ