দেশ 

UP Election 2022 : উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস, উন্নাও গণধর্ষণের নির্যাতিতার মা এবং এনআরসি – সিএএ আন্দোলনের নেত্রীকে প্রার্থী করে চমক দিল কংগ্রেস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর প্রদেশ বিধানসভা ভোটের প্রথম দফার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয় কংগ্রেস। ১২৫ জন প্রার্থীর মধ্যে ৫০ জনকে প্রার্থী করা হয়েছে মহিলাকে। একমাস আগেই কংগ্রেস নেতা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছিলেন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পূর্ব প্রতিশ্রুতি মত প্রিয়াঙ্কা গান্ধী আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করার সময় সেই কথা সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন এবারও আমরা ৪০ শতাংশ মহিলাকে প্রার্থী করেছি এবং ৪০ শতাংশ যুবককে প্রার্থী করেছি। তিনি আরো বলেন ,এই প্রার্থী তালিকার মধ্যে যে সকল মহিলা নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সরব ছিলেন তাদেরকেও প্রার্থী করা হয়েছে । কয়েকজন সাংবাদিককে প্রার্থী করা হয়েছে, কয়েকজন সমাজকর্মীকেও প্রার্থী করা হয়েছে বাকি কংগ্রেসের যারা পুরনো কর্মী এবং কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য যারা পরিশ্রম করেছেন সেই সকল মহিলা এবং যুবককে এবারে প্রার্থী করা হয়েছে বলে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন।

তবে সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে কংগ্রেস উন্নাও গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার মাকে এবার প্রার্থী করেছে কংগ্রেস দল। প্রিয়াঙ্কা গান্ধী তার নাম ঘোষণা করে বলেছেন যে আমরা এমন একজনকে প্রার্থী করলাম জেনি যোগী সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত বঞ্চিত অবহেলিত হয়েছেন তারে লড়াই কে কুর্নিশ জানিয়ে আমরা তাকে সম্মান দিলাম।

Advertisement

উল্লেখ্য উন্নাও গণধর্ষণে মূল অপরাধী তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের যাবজ্জীবন জেলের সাজা হয়েছে। নির্যাতিতা কিশোরীর বাবাকে খুনের অভিযোগও প্রমাণিত হয়েছে সেঙ্গারের বিরুদ্ধে।

সাজা ঘোষণার পরে কুলদীপকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তাঁর স্ত্রী সঙ্গীতা এখনও কানপুর লাগোয়া উন্নাও জেলার প্রভাবশালী বিজেপি নেত্রী। এই প্রেক্ষিতে কংগ্রেসের পদক্ষেপ রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের ১২৫ জনের প্রথম দফার প্রার্থীতালিকায় ৫০ জন মহিলা এবং ৪০ জন যুব সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।

উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়ঙ্গা গাঁধী আগেই জানিয়েছিলেন, বিধানসভা ভোটে প্রার্থীতালিকায় ৪০ শতাংশ মহিলা থাকবেন। বুধবার প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। কংগ্রেস প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের স্ত্রী লুইস।

সিএ এবং এনআরসি আন্দোলনের অন্যতম নেত্রী সাদাব জাফরকে প্রার্থী করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের বলেন, সাদাব জাফর মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়ে ছিলেন তা কহতব্য নয়। যোগী সরকার এই মহিলাকে জেলে পুরে ছিলেন এবং দুটি বাচ্চা থাকা সত্ত্বেও তাকে জামিন দেয় নি। তা সত্ত্বেও সাদাফ জাফর দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন কোন মুহূর্তে কোন সময়ে তিনি আন্দোলন থেকে সরে আসেননি। তাই আন্দোলনকে সম্মান জানানোর লক্ষেই কংগ্রেস দল তার পাশে দাঁড়িয়েছে এবং তাকে এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী করা হয়েছে।

                  সাদাফ জাফর,কংগ্রেস প্রার্থী

কংগ্রেস দলের প্রার্থী তালিকা দেখে মনে হচ্ছে উত্তর প্রদেশ জুড়ে যখন আয়ারাম গয়ারাম রাজনীতি চলছে তখন কংগ্রেস দল ধীর পদক্ষেপে হলেও সংগঠনের স্বার্থে এবং মানুষের স্বার্থে যারা আন্দোলন করছে তাদেরকে সামনে আনছে। কংগ্রেস দলের প্রার্থী তালিকায় চমক দেখে মনে হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিজেপিকে। যদিও রাজনৈতিক মহলের একাংশের অভিমত উত্তরপ্রদেশে লড়াই হবে বিজেপি বনাম সমাজবাদী পার্টির মধ্যে কিন্তু কংগ্রেস যে খুব সহজে লড়াই ছেড়ে দেবে না আজকের প্রার্থী তালিকা দেখে স্পষ্ট হচ্ছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ