দেশ 

UP Election 2022 : উত্তরপ্রদেশে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত, বৃহস্পতিবারেও দল ছাড়লেন বিজেপি বিধায়ক, আরো 100 জন বিধায়ক দল ছাড়তে পারেন দাবি দলত্যাগীদের!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে উত্তরপ্রদেশে বিজেপি রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি জেপি নাড্ডা বহু চেষ্টা করেও ভাঙ্গন রুখতে পারছেন না। আজ বৃহস্পতিবার সকালে বিজেপি বিধায়ক মুকেশ ভার্মা দল ছাড়ার কথা ঘোষণা করলেন । মুকেশ ভার্মা সাংবাদিকদের কাছে দাবি করেছে তাদের সঙ্গে ১০০ জন বিধায়ক রয়েছেন।

আগামী দিনে ১০০ জন বিধায়ক বিজেপি ছেড়ে দেবেন। কারণ হিসেবে বলা হয়েছে বিগত পাঁচ বছর ধরে যোগী সরকার এই রাজ্যের মানুষকে ধোকা দিয়েছে। দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায় এর জন্য কোন কাজ করতে পারেনি। উপরন্তু একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন যোগীজি।

Advertisement

পাঁচ বছর কোনো কাজ না করে ভোটের ঠিক মুখে বলছে করা হবে তাই আমরা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মানুষের কাছে যাচ্ছি। শোনা যাচ্ছে মুকেশ ভার্মা স্বামী প্রসাদ মৌর্যের ঘনিষ্ঠ।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর আগামীকালের মধ্যে আরো একজন গুরুত্বপূর্ণ এবং দলিত ও পিছিয়ে পড়া মানুষের কাছে জনপ্রিয় এক মন্ত্রী বিজেপি ছেড়ে যোগ দিতে পারেন সমাজবাদী পার্টি তে। মনে রাখতে হবে বিজেপির সঙ্গে যে সকল নেতা মন্ত্রী বিধায়ক পদত্যাগ করছেন তারা সকলেই নন যাদব এবং নন মুসলিম। উত্তরপ্রদেশের রাজনীতিতে পিছিয়ে বর্গ মানুষের ভোট সংখ্যা ৪০ শতাংশের বেশি। এই পরিস্থিতিতে জাতপাতের রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তিরা বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টি বা অন্য কোথাও গেলে তাতে বিজেপির লোকসান হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

উত্তর প্রদেশের বিজেপি দলের অভ্যন্তরীণ বিদ্রোহে বেশ খানিকটা দিশেহারা বিজেপি দল। যে দলের নেতা অমিত শাহ নিজেকে চার্ণক্য বলে দাবি করেন এবং কথায় কথায় ভোটের হিসাব দিয়ে বলেন ৫০ বছর ধরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় থাকবে তারা এখন উত্তরপ্রদেশকে ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ