কলকাতা 

এটা আমার জন্য এক অনন্য সম্মান, জাতীয় যুব দিবসে সংবর্ধিত হয়ে বললেন টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা ড.স্বাগতা বসাক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : যতদিন বাঁচো, শিখতে থাকো, লক্ষ্যে থাকো অবিচল, তোমার সম্পর্কে যে যা ভাবছে, ভাবতে দাও, দেখবে তুমিই হবে জয়ী ……. যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬০- তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নানাভাবে আয়োজন করা হয়েছিল দিকে দিকে নানান স্বাদের অনুষ্ঠান।

বুধবার যুব দিবসের এই পুণ্য তিথিতে কলকাতার এক অভিজাত হোটেলে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি, নিউ দিল্লি কর্তৃক এক বিশেষ আয়োজনে সংবর্ধিত হয়ে আপ্লুত জীব বিদ্যার বিশিষ্ট শিক্ষিকা কলকাতার স্বনামধন্য বিদ্যালয় টাকি হাউস গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ-এর প্রধান শিক্ষিকা ড. স্বাগতা বসাক।

Advertisement

তিনি জানালেন আজ যেন আমার স্বপ্ন হলো সত্যি। যাঁকে ছোটবেলা থেকে জীবনে ‘আইকন’ হিসেবে অনুসরণ করে আসছি, তাঁরই জন্মদিনের পূর্ণ লগ্নে স্বামী বিবেকানন্দ এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২-এ সম্মানিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। ওয়ার্ল্ড অ্যাচিভার্স ফাউন্ডেশন কলকাতা এবং কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইউনিভার্সিটিস নিউ দিল্লি কর্তৃক এই সম্মান বেশ কিছু বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, সমাজসেবী, সাংবাদিক, ক্রীড়াবিদ, সাহিত্যিক এবং অন্যান্য ক্ষেত্রে যোগ্য অবদান যাঁদের আছে তাঁদের সম্মানিত করা হল। এদিন তাঁরা অনুপ্রাণিত করলেন আগামীতে আরো দৃঢ়তার সাথে নিজের কাজে এগিয়ে চলার জন্য।

এই সভায় আজ যাঁরা সম্মানিত হলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পদ্মশ্রী এবং পদ্মভূষণ প্রাপ্ত বিজ্ঞানী বিকাশ সিংহ, ড. অমিত কৃষ্ণ দে, দিব্যেন্দু বড়ুয়া, ড.ইন্দ্রাণী সেন, অধ্যাপক আশুতোষ ঘোষ, অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ড. সন্দীপ রায়, শুভাশিস মিত্র, সুজিত মন্ডল, ঋতব্রত ভট্টাচার্য, অরুনিমা দে এবং আরো বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব। এঁদের মধ্যে একজন হতে পেরে আমি সত্যিই ধন্য বললেন বিশিষ্ট শিক্ষিকা ড. স্বাগত বসাক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ