কলকাতা 

নার্সদের অবসরের বয়সসীমা বেড়ে হল ৬২ , অক্টোবর থেকেই বেতন বাড়ছে সিভিকদের , সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসকদের পর এবার নার্সদের অবসর গ্রহণের বয়স বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নার্সদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সারা  রাজ্যে হাসপাতালগুলিতে মোট শয্যা আছে ৮৩ হাজার ৯৯১। সেই তুলনায় নার্সের সংখ্যা কম হওয়ায় পরিষেবার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত।

এ’ছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের বেতন সাড়ে ৫’হাজার টাকা থেকে বাড়িয়ে ৮’হাজার টাকা করা হচ্ছে। পয়লা অক্টোবর থেকে এই নতুন হার কার্যকর হবে।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকার, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের অনুসেচ ব্যবস্থা রূপায়ণে সহায়তার জন্য ‘বাংলা কৃষিসেচ যোজনা’ অনুমোদন করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই যোজনা অনুমোদিত হয়।

কৃষি বিভাগের আর্থিক সহায়তায় এই যোজনায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা প্রায় বিনা খরচায় অনুসেচ ব্যবস্থা পাবেন।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + one =