কলকাতা 

আন্দামান-কলকাতার মধ্যে চলাচলকারী একমাত্র জল-জাহাজ বন্ধ থাকায় আন্দামান যাওয়ার সুযোগ হাতছাড়া বাঙালি পর্যটকদের ?

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জলপথে কলকাতা ও আন্দামানের পোর্ট ব্লেয়ারের মধ্যে চলাচলকারী একমাত্র জাহাজটিকে রক্ষনাবেক্ষনের কাজে চেন্নাইতে নিয়ে যাওয়ায় গত প্রায় দু’মাস ধরে এই রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এজন্যে যাত্রীদের সমস্যার পাশাপাশি পর্যটকরাও সমুদ্র যাত্রার আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য কয়েক বছর আগেও এই রুটে এম ভি আকবর, এম ভি হর্ষবর্ধন ও এম ভি নিকোবর এই তিনটি যাত্রীবাহী জাহাজ নিয়মিত চলাচল করলেও আয়ুষ্কালের সময় শেষ হয়ে যাওয়ায় শিপিং কর্পোরেশন এম ভি আকবর ও এম ভি হর্ষবরধনকে স্ক্র্যাপ করে বিক্রী করে দেয়।

এরপরে এম ভি নিকোবর গত ১৯ জুলাই কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গেওখালিতে নির্মীয়মান একটি জেটিতে ধাক্কা মারলে সেটিকে সাময়িক ভাবে সারিয়ে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয়। পরে জাহাজটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্যে চেন্নাইতে পাঠানো হলেও তা এখনও ফিরে না আসায় এই রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে কলকাতার শিপিং কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে।

পুজোর সময় অনেকেই আন্দামান জলপথে যেতে চান । তাঁদের কাছে এটা একপ্রকার দুঃসংবাদ বলা যেতে পারে । শুধু তাই নয়, কলকাতা আন্দামানের মধ্যে জল-জাহাজ বন্ধ থাকার কারণে ওখানে কর্মরত রাজ্যের মানুষদের বেশ সংকটে পড়তে হয়েছে । এই পুজোর মরসুমে তারা নিজের বাড়িতেিআসতে পারবে কিনা তা সন্দেহ রয়েছে । কারণ আন্দামান-কলকাতার মধ্যে চলাচল করা বিমানের টিকিটের দামও অনেক । সুতরাং সাধারণ মানুষকে সংকটে পড়তে হচ্ছে বলে জানা গেছে ।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − seven =