কলকাতা 

শিল্পে বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন জার্মানি-ইটালি , রাজ্য সামলাতে তৈরি বিশেষ মন্ত্রীগোষ্ঠী

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার রাজ্যের শিল্পে বিনিয়োগ  টানার লক্ষ্যে জার্মানি ও ইটালি সফরে যাচ্ছেন । এই সময় রাজ্যে কোন বিশেষ পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করার জন্য বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠিত হয়েছে ।
চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিদেশ সফরের সময় বন্যা, ভূমিকম্পের মত প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে কোন ক্ষতি হলে আপতকালীন ভাবে দ্রুত সেই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার অস্থায়ী ভাবে একটি মন্ত্রী গোষ্ঠী ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। গতকাল রাতে নবান্নে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এগারো সদস্যের যে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে সেখানে অন্যান্যদের মধ্যে রয়েছেন সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, রাজীব ব্যানার্জি, আশীষ ব্যানার্জি ও জাভেদ খান।
অন্যদিকে কৃষি ও সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশের নেতৃত্বে ১৫ সদস্যের একটি আধিকারিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব সিনহা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব অজিত রঞ্জন বর্ধন, পরিবহন দপ্তরের প্রধান সচিব ভগবতী প্রসাদ গোপালিকা প্রমুখ। উল্লেখ্য রাজ্যে শিল্পে বিনিয়োগ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আগামী রবিবার থেকে দশ দিনের সফরে জার্মানি ও ইটালি যাচ্ছেন ।

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 2 =