দেশ 

গোয়ার তৃণমূল কর্মীদের কাছে টিএমসি-র নতুন সংজ্ঞা দিলেন মমতা ! কী সেই নতুন ব্যাখ্যা ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাইরে তৃণমূল কর্মীদের নিয়ে সভা করলেন । এদিনের সভায় তিনি টিএমসি-র নতুন নামকরণ করলেন বা সংজ্ঞা নির্ধারণ করলেন । তিনি আজ শুক্রবার গোয়া সফরের দ্বিতীয় দিনে রাজধানী পানাজিতে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, টিএমসি আর এখন শুধু তৃণমূল কংগ্রেস নয়। নতুন ব্যখ্যায় টিএমসি হল ‘টেম্পল-মস্ক-চার্চ’। অর্থাৎ মন্দির, মসজিদ এবং গির্জা। ভারতের সম্প্রীতি, ধর্মীয় ঐক্যের প্রতিভূ। এমনই ব্যাখ্যা তৃণমূলনেত্রীর।

তৃণমূল নেত্রী বললেন, ‘‘আমি দুর্গাপুজো করি, গণেশ চতুর্থী পালন করি। আবার রমজানেও থাকি। ২৪ ডিসেম্বর রাতে চার্চে গিয়ে প্রার্থনাও করি। তৃণমূল বিভেদের রাজনীতি করে না। আর যারা করে তাদের সঙ্গে সমঝোতাও করে না।’’। মমতা আরও বলেন, ‘‘আমি বহিরাগত নই।’’ এর পর ‘‘কোঙ্কণি ভাষায় বলেন, আমি আপনাদের বোনের মত। আমি বাংলার মেয়ে, ভারতের মেয়ে। ভারত যদি আমার মাতৃভূমি হয়ে থাকে। তবে বাংলাও আমার মাতৃভূমি, গোয়াও আমার মাতৃভূমি। আমি প্রথম এখানে আসছি না। ১০ বছর আগে এখানে এসেছিলাম ফিল্ম ফেস্টিভালে। রেলমন্ত্রী হিসেবে এখানে এসেছি। মাডগাও তে। কোঙ্কণ রেলের কাজে এসেছিলাম। সেফটি ডিভাইস উদ্বোধনে।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘‘আমি গোয়ার মুখ্যমন্ত্রী হব না, কিন্তু গোয়ার উন্নয়নের জন্য কাজ করব।’’

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ