কলকাতা 

Bhabanipur By Election : ভবানীপুরের ভোটারদের দুয়ারে শুধু নয়, তাদের সঙ্গে মতামত বিনিময়ও করবেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

সেখ ইবাদুল ইসলাম : ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটারদের সরাসরি কথা বলবেন । তাঁদের অভাব অবিযোগ শুনবেন । আগামী বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে বরে জানা গেছে । ভোটারদের দুয়ারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু দুয়ারে নয় এবার সরাসরি তিনি তিনি ভোটারদের সঙ্গে কথা বলবেন । এক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলের সঙ্গেই তিনি কথা বলবেন জানা গেছে । রবিবার রাতে ভাবনীপুর বিধানসভার উপনির্বাচনের রণনীতি সাজানোর জন্য তৃণমূল নেতৃত্ব এক বৈঠকে বসে বলে খবর পাওয়া গেছে । সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ আরও অনেক নেতা । সেখানেই ঠিক হয়েছে নির্বাচন কমিশনের বিধি নিষেধ মেনে বড় কোনো সভা করা হবে না । ওয়ার্ড ভিত্তিক ছোটো ছোটো সভা করা হবে । প্রতিটি সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিতি থাকবেন । প্রত্যেক ওয়ার্ডের ভোটারদের ওই সব সভাতেই হাজির করানো হবে । সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থেকে ভোটারদের সঙ্গে কথা বলবেন । এ এক অভিনব প্রচার ।  আগামী বৃহস্পতিবার ৭২ নম্বর ওয়ার্ডের উত্তম উদ্যানে মমতা এলাকার বাছাই করা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন। ভবানীপুরে মোট আটটি ওয়ার্ড আছে ।

পরবর্তী ক্ষেত্রে বৈঠক করে বাকি সাতটি ওয়ার্ডে তৃণমূল নেত্রীর ঘরোয়া সভার সূচি ঠিক করা হবে। সভা আয়োজনের ক্ষেত্রে কমিশনের কড়া নির্দেশ মাথায় রাখতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, কোনও প্রার্থী যদি কোভিডবিধি ভেঙে প্রচার করেন, তবে তাঁকে আর এই উপনির্বাচনে প্রচার করতে দেওয়া হবে না। তাই প্রচার সভায় আয়োজনের ক্ষেত্রে কিছুটা সাবধানী পদক্ষেপ করতে চাইছে তৃণমূল। কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্ত বিধি মেনে যাতে এই সভার আয়োজন করা যায়, তার দায়িত্ব দেওয়া হবে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের।

Advertisement

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর নির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রার্থী হিসেবে মমতা চেয়েছিলেন প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যেতে। কিন্তু করোনা সংক্রমণের পরিস্থিতিতে তেমনটা সম্ভব হচ্ছে না। তাই ছোট ছোট সভা করে তৃণমূল নেত্রী নিজের কথা বলবেন। বাকি প্রচার দলের সর্বস্তরের নেতাকর্মীরা ভাগ করে নিয়েছেন।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ