কলকাতা 

Icore Chit Fund Case : আইকোর মামলায় জিজ্ঞাসাবাদ পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে সিবিআই

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভবানীপুরে ভোটের কাজে ব্যস্ত থাকার জন্য সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয় বলে সিবিআইকে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাই তিনি সল্টলেকের সিজিও দফতরে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন । কিন্ত সিবিআই নাছোড় বান্দা । তারা আজ সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর মামলায় জিজ্ঞাসাবাদ করবেই । তাই আর দেরি নয় সিবিআই সটান পৌছে গেছে পার্থবাবুর দফতর শিল্প ভবনে ।

সিবিআইয়ের তলবের পরে কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে পার্থ জানিয়েছিলেন, হাজিরা দিতে পারবেন না তিনি। তার পরেই শিল্প ভবনে যান তদন্তকারী আধিকারিকরা। শিল্প ভবনেই পার্থ রয়েছেন বলে খবর। সেখানে গিয়েই তাঁকে জেরা করতে চায় সিবিআই।

Advertisement
আইকোর মামলায় এর আগেও এক বার পার্থকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো কমিটির সভাপতি পার্থ। সেই পুজো কমিটিতেই আইকোর সংস্থা থেকে টাকা এসেছিল বলে অভিযোগ ওঠে। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল পার্থকে। কিন্তু সেই সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে সিবিআই দফতরে হাজিরা দেননি শিল্পমন্ত্রী।

এবার দেখার শিল্পভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে কীভাবে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ