কলকাতা 

Bhabanipur By Election : ভবানীপুর বিধানসভার উপনির্বাচন মামলার দ্রুত শুনানীর আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সংবিধান সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালত সাধারণ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না । এটাই নিয়ম, এটাই প্রেটোকল । তবে আমাদের রাজ্যের বিরোধীরা তা শুনবেন কেন ? রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচন না করে শুধুমাত্র ভবানীপুরে কেন এই প্রশ্ন তুলে  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করা হয়েছিল । অবিলম্বে ভবানীপুর বিধানসভার উপনির্বাচন স্থগিত করার আবেদন নিয়ে।

সেই মামলার শুনানীতে আজ সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলল, কেন এত দিন পর আদালতে এলেন? এ ছাড়া, আইনজীবী রামপ্রসাদ সরকারের করা একটি জনস্বার্থ মামলারও শুনানি হওয়ার কথা ছিল সোমবার। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে এই মামলা শুনতে অস্বীকার করা হল। আদালত মামলাকারীকে বলল, ‘‘ছ’মাস পর আদালতে আসবেন।’’

Advertisement

প্রথম মামলাটি গত বৃহস্পতিবার শুনানির জন্য গ্রহণ করে কলকাতা হাই কোর্ট। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘‘মুখ্যসচিব শুধু একটি চিঠি লিখেছিলেন কমিশনকে। কেন কোনও রাজ্যের মুখ্যসচিব একটি নির্দিষ্ট কেন্দ্রের জন্য ভোট চাইলেন? কেন শুধুমাত্র তাঁর চিঠির ভিত্তিতে নির্বাচনের দিন ঘোষণা করা হল?’’  সোমবার সেই মামলার শুনানি হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ