কলকাতা 

মুখ্যমন্ত্রীর দিল্লিতে গুরত্বপূর্ণ সেমিনার প্রোটোকলের কারন দেখিয়ে বাতিল করা হয়েছে, বিজেপির চাপেই এই সিদ্ধান্ত মনে করছেন তৃণমূল নেতৃত্ব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে আর একটি গুরুত্বপূর্ণ সভা বাতিল হয়ে গেল। আগামী ১ আগষ্ট বুধবার দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে এক সেমিনারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল । এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ বিঞ্জাপন দেওয়ার পাশাপাশি অতিথিদের আমন্ত্রন কার্ডেও মুখ্যমন্ত্রী নাম ছাপিয়ে বিলি করেছিলেন। এদিকে শেষ মুহূর্তে কলেজ কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে প্রটোকল সমস্যার কারণে ওই অনুষ্ঠান করা যাচ্ছে না ।এমনটাই খবর নবান্ন সূত্রে। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে শেষ মুহূর্তে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠান বাতিল করায় এর পিছনে রাজনৈতিক কারন দেখছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।  তৃণমূল নেতৃত্ব মনে করছেন কেন্দ্রের শাসকদল বিজেপির চাপেই মুখ্যমন্ত্রীর সভা বাতিল করেছেন কলেজ কর্তৃপক্ষ।
লোকসভা নির্বাচনের আগে রাজধানীর বুকে দাঁড়িয়ে ওরকম একটি মঞ্চকে ব্যবহার করে কেন্দ্রের শাসক দল তথা সরকারকে আক্রমণ শানানোর সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিতেন না সেটা খুবই স্পষ্ট। সেই কারণেই গেরুয়া শিবির কলকাঠি নেড়ে ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তৃণমূল শিবিরের।  তবে ওই কলেজের অনুষ্ঠান বাতিল হলেও মুখ্যমন্ত্রীর অন্যান্য কর্মসূচি একই থাকছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ঐদিন দিল্লিতে খ্রিষ্টান বিশপ সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ।যা কলেজের তুলনায় অনেক বড় মঞ্চ বলে দাবি করা হচ্ছে রাজ্যের শাসক দলের তরফে।
তবে এই নিয়ে সাম্প্রতিক কালে মুখ্যমন্ত্রীর শেষ মুহূর্তের কর্মসূচি বাতিলের হ্যাটট্রিক তৈরি হল। গত মাসে শেষ  বাতিল হয় মুখ্যমন্ত্রীর চীন সফর। আগামী আগস্ট মাসে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্ততার দেড়শ বছর পূর্তি উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে রামকৃষ্ণ মঠ ও মিশনের এক প্রবীণ সন্ন্যাসীর মৃত্যুতে ওই অনুষ্ঠানও  বাতিল হয়ে গেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + 2 =