দেশ 

ভুয়ো সংঘর্ষ মামলায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ শীর্ষ আদালতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সুপ্রিম কোর্ট, মনিপুরে সেনাবাহিনী, অসম রাইফেল এবং পুলিশের হতে ভুয়ো সংঘর্ষে এবং নিয়ম বর্হিভূতভাবে হত্যার ঘটনায় তদন্তে বিলম্বের জন্য সিবিআই-এর বিশেষ তদন্তকারি দলের সমালোচনা করেছে। ঐ তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ ব্যক্ত করে সুপ্রিম কোর্ট সিবিআই-এর অধিকর্তাকে আগামী সোমবার সর্বোচ্চ আদালতের কাছে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট, এবিষয়ে একটি জনস্বার্থ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে তাদের নির্দেশে বলেছে, এইসব ঘটনার তদন্তের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে তারা আগ্রহী।

উল্লেখ্য, মনিপুরে নিয়ম বর্হিভূতভাবে এবং ভুয়ো সংঘর্ষে ১৫শো জনেরও বেশি মানুষের নিহত হওয়ার ঘটনার গত বছর জুলাই মাসে সিবিআই-র এই বিশেষ তদন্তকারি দলটি গঠন করা হয়। ইতিমধ্যেই এইসব ঘটনায় এফআইআর দায়ের করা এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + 14 =