আন্তর্জাতিক 

পাকিস্থানের জাতীয় সংসদে হিন্দু প্রার্থী হিসেবে ভোটে জিতে ইতিহাস তৈরি করলেন মহেশ কুমার মালানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের গনতন্ত্রে ইতিহাস তৈরি করে ফেললেন মহেশ কুমার মালানি।  তিনিই প্রথম কোনও হিন্দু প্রার্থী  যিনি পাকিস্থানের জাতীয় সংসদে সরাসরি ভোটে জয়ী হয়ে এলেন। মহেশ কুমার মালানি দক্ষিণ সিন্ধ প্রদেশে অবস্থিত ২২২ নম্বর আসনটিতে  পাকিস্থান পিপলস পার্টির প্রার্থী হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জিতেছেন থরপারকর -২ থেকে। তিনি পেয়েছেন ১,০৬,৬৩০টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরবাব জাকাউল্লাহ পেয়েছেন ৮৭, ২৫১টি ভোট। মহেশ মালানি পাকিস্তানি নাগরিক হলেও হিন্দু ও তাঁর পূর্বপুরুষ রাজস্থানের পুস্কর্ণ ব্রাহ্মণ। ২০০৩-০৮ সাল পর্যন্ত তিনি সংরক্ষিত আসনে পিপিপি-র হয়ে সংসদে জায়গা পান। ২০১৩ সালে তিনি সিন্ধু প্রদেশের প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে জায়গা পান। এবারের নির্বাচনে মহেশের বিপরীতে ছিলেন ১৪ জন প্রার্থী। তাঁদের হারিয়ে হিন্দু হিসাবে জয় নিঃসন্দেহে ঐতিহাসিক সন্দেহ নেই।
মহেশ মালানি  রাজনীতি করার পাশাপাশি  নানা সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।উল্লেখ্য, ২০০২ সালে পারভেজ মুশারফ সংবিধানে বদল এনে অমুসলিমদের সেদেশে ভোটাধিকার দেন । একই সঙ্গে সংখ্যালঘু ও অমুসলিমদের সেনেট, ন্যাশনাল ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে আসন বরাদ্দ করা হয়। প্রসঙ্গত, এবছরের মার্চ মাসে পাকিস্থান পিপলস পার্টির হয়ে কৃষ্ণা কুমারী প্রথম হিন্দু মহিলা হিসাবে সেনেটে নির্বাচিত হন। সিন্ধু থেকে সংরক্ষিত আসনে তাঁকে মনোনীত করা হয়। আর এবার ভোটে জিতে ইতিহাস গড়লেন মহেশ মালানি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 − 8 =