কলকাতা 

কলকাতার কলেজেই কয়েক হাজার আসন খালি, পড়ুয়াদের ভর্তির সুযোগ দিতে ২০ আগষ্ট পর্যন্ত সময় দিল সরকার

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : হাজার হাজার টাকার বিনিময়ে পচ্ছন্দ মত বিষয়ে ভর্তি হচ্চে বলে কয়েকদিন আগেও গণ-মাধ্যমগুলি ফলাও করে সংবাদ প্রকাশ করেছিল্ । কিন্ত ভর্তির শেষ পর্যায়ে এসে জানা যাচ্ছে, কলকাতার নামী-দামী কলেজগুলিই আসন পূরণ করতে পারেনি।খোদ কলকাতা শহরের কলেজগুলিতে কয়েক হাজার আসনে এখনও ছাত্র ভর্তি হয়নি। যদিও সরকারের বেধে দেওয়া ভর্তির সময় সীমা ছিল ১০ জুলাই । কিন্ত সময় শেষ হওয়ার পর দেখা যাচ্ছে কলকাতার বেশ কয়েকটি কলেজে পাশ ও অর্নাসে বহু আসন খালি রয়েছে। সেই জন্য আজ আশুতোষ কলেজের এক অনুষ্ঠানে গিয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২০ আগষ্ট পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে।

পার্থবাবু বলেন, “পাশ ও অনার্সের ক্ষেত্রে বহু কলেজে এখনও অনেক আসন খালি পড়ে রয়েছে। আসন পূরণ করার জন্য কলেজে ভর্তি প্রক্রিয়া চালু রাখতে হবে। মেধার ভিত্তিতেই ভর্তি হবে। কলেজ কর্তৃপক্ষের কথা মতো ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে। ২০ অগাস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

Advertisement

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 − 2 =