কলকাতা 

একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকায় অনিয়মের অভিযোগে , হাইকোর্টে ফের মামলা

শেয়ার করুন
  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : গতকালই স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশ মত  একাদশ- দ্বাদশ শ্রেনির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছিল । সেই তালিকা যাতে সকলেই দেখতে পায় তার জন্য মেধা তালিকাকে পিডিএফ ফর্মে প্রকাশ করেছে এসএসসি। কিন্ত সেই চূড়ান্ত মেধা তালিকা নাকি নিয়ম এবং এসএসসি আইন মোতাবেক হয়নি বলে অভিযোগ উঠেছে । আর এই অভিযোগেই হাইকোর্টের ফের দ্বারস্থ হয়েছে চার জন চাকরি প্রার্থী।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের আইনজীবীর অভিযোগ চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার ক্ষেত্রে এসএসসির নিয়োগ সংক্রান্ত আইনের ১২ ধারা  এবং ৬ ও ৭ উপধারাকে অমান্য করা হয়েছে। এই ধারা ও উপধারাতে বলা হয়েছে, চূড়ান্ত মেধা তালিকায় সফল প্রার্থীদের প্রাপ্ত নম্বর থাকা বাধ্যতামূলক। কিন্ত এই তালিকায় সেই নিয়ম মানা হয়নি। আইনে বলা হয়েছে সফল প্রার্থীদের তালিকা করতে হবে লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক নম্বর, বিএডের জন্য প্রাপ্ত নম্বর ও সাক্ষাৎকারে বা ইন্টারভিউ-এ প্রাপ্ত নম্বর যোগ করার পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। কিন্ত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হলেও কোন নিয়ম মানা হয়নি বলে মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরির অভিযোগ।

Advertisement

আগামী কাল বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে মামলাটির শুনানী হবে বলে জানা গেছে। এর ফলে একাদশ-দ্বাদশের কাউন্সিলিং এখনই করা সম্ভব হবে না বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।


শেয়ার করুন
  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =