জেলা 

ভাঙড় জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে জামিন দিল বারুইপুর আদালত

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ও ভাঙড় জমি আন্দোলনের পুরোধা এবং সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তী ,মঙ্গলবার বারুইপুর আদালতে জামিন পেলেন । এ দিন তাঁকে১০ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত ।তৃণমূল নেতা খুনে অভিযুক্ত হিসাবে  গত ৩১ মে ওড়িশার কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে অলীককে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। উল্লেখ্য, পর দিনই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতেই তিনি ওড়িশা গিয়েছিলেন বলে দাবি। পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনে অংশ নেওয়ার পর অলীকের বিরুদ্ধে সর্বমোট ৩৫টি মামলা রুজু হয়। এর মধ্যে ৩৪টিতে তিনি আগেই জামিন পেয়েছেন। শেষ মামলাটি ছিল তৃণমূল নেতা খুনের । সেই মামলায় আজ তিনি জামিন পেলেন গ্রেফতারের পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালত বিচারাধীন অলীকের চিকিৎসার নির্দেশ দিলেও জামিন দেয়নি।

সম্প্রতি ভাঙড় পাওয়ার গ্রিড প্রকল্পের সমস্যার দ্রুত সমাধান করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নবান্নে ডেকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অলীকের মুক্তির বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

Advertisement

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 3 =