দেশ 

নরেন্দ্র মোদির বিদ্বেষ মূলক ভাষণের ব্যাখ্যা চাইলো নির্বাচন কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গত রবিবার রাজস্থানের বাসওয়াড়াতে এক নির্বাচনী সভায় কংগ্রেসের ইশতেহার এর নাম করে মিথ্যাচার এবং হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শোকজ করলো জাতীয় নির্বাচন কমিশন। কেন তিনি রাজস্থানে বক্তব্য রাখতে গিয়ে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করেছেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে নরেন্দ্র মোদিকে। আগামী ২৯ শে এপ্রিল ওই নোটিশের উত্তর দিতে হবে।

অন্যদিকে রাহুল গান্ধীকেও শোকজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তিনি নাকি দক্ষিণ ভারতে নির্বাচনী জনসভা করতে গিয়ে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন বিজেপির অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীকে শোকজ করেছে জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

এদিকে গত রবিবার যে ভাষায় নরেন্দ্র মোদি কংগ্রেস এবং মুসলিমদের নিয়ে আক্রমণ করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। গতকাল রাত পর্যন্ত ফেসবুক টুইটার এবং ইউটিউব চ্যানেলগুলিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক মতামত প্রকাশ হতে থাকে। শুধু তাই নয় ১৭ হাজারেরও বেশি মানুষ নরেন্দ্র মোদির এই বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে ইমেইল মারফত অভিযোগ জানিয়েছিল। প্রথম কথা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করছেন কংগ্রেসের ইশতেহারে যে কথা বলা হয়নি, সে কথা টেনে এনে সাধারণ মানুষের সামনে মিথ্যা ভাবে পরিবেশন করাটা একপ্রকার অপরাধ।

তিনি যেভাবে বলেছেন হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দিবে কংগ্রেস এই ধরনের মন্তব্য করার দায়ে ভারতীয় পিনাল কোডের ১৫৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে মামলা হওয়া বাঞ্ছনীয়। নির্বাচন কমিশন মামলা না করে যেভাবে শুধুমাত্র শোকজ নোটিশ পাঠিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে তা নিয়ে সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ