কলকাতা 

PM Shri Kendriya Vidyalaya Ballygunge:শুধু শিক্ষা নয় শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান চর্চা এবং সংস্কৃতি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের অধীন কেন্দ্রীয় বিদ্যালয় গুলির মধ্যে কলকাতার বালিগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় এর পড়াশোনার মান উন্নতমানের একথা কেন্দ্রীয় শিক্ষা দফতর থেকে স্বীকৃতিপ্রাপ্ত। দেশের প্রথম সারির তিনটে কেন্দ্রীয় বিদ্যালয় এর মধ্যে একটি হলো কলকাতার বালিগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়। এখানকার পড়াশোনার মান যেমন উন্নত মানের একই রকম ভাবে এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিজ্ঞান চর্চায় গবেষণায় এবং খেলাধুলায় দেশের মধ্যে অন্যতম প্রথম সারিতে রয়েছে।

পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জ এর বার্ষিক অনুষ্ঠানে গত ২৬ শে এপ্রিল শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ উত্তম কুমার এ কথাগুলি বলেন। বিদ্যালয় এর বার্ষিক দিবস উপলক্ষে এদিন ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত সকলের নজর কাড়ে। এদিন প্রদীপ জ্বালিয়ে এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের পরিচালন সমিতির সভাপতি ব্রিগেডিয়ার করণ সিং। বিদ্যালয়ের অধ্যক্ষ উত্তম কুমার বার্ষিক প্রতিবেদন পেশ করে তিনি বলেন শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের সার্বিক মান উন্নয়নে পিএম শ্রী বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয় কাজ করে চলেছে। উত্তম বাবু দাবি করেন দেশের কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয় এর মধ্যে বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়টি প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্পের অধীনে স্থান পেয়েছে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। শুধু পড়াশুনায় কৃতি ছাত্রদের নয় একইসঙ্গে খেলাধুলা গবেষণা ও বিজ্ঞান চর্চায় এবং সংস্কৃতি চর্চায় যে সকল ছেলে মেয়ে ভালো উল্লেখযোগ্য কাজ করেছে তাদেরকে এদিন সম্মান জানানো হয়। পুরস্কার তুলে দেন এ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার করণ সিং।

Advertisement :

এছাড়াও এই বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের দক্ষ শিক্ষক শিক্ষিকাদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।বিদ্যালয়ের ছেলেমেয়েদের নাচে গান ে এবং কবিতায় মনমুগ্ধকর পরিবেশ তৈরি হয় রবীন্দ্র সদনে । সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জের বর্ষিয়ান শিক্ষক বুধেশ কুমার মিশ্র, শিক্ষিকা মৌমি চট্টোপাধ্যায়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রিন্সিপাল রঞ্জিতা সরকার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ