কলকাতা 

একগুচ্ছ দাবিতে কলকাতা মেডিকেল কলেজের ছয় ছাত্রের অনশন,দাবি না মেটা পর্যন্ত অনশন চলবে

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্যা মিটতে না মিটতেই আবার কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র ছাত্ররা অবিলম্বে নতুন হষ্টেল দেওয়ার দাবি সহ একগুচ্ছ দাবি জানিয়ে মঙ্গলবার বেলা দুটো থেকে অনশন শুরু করে ছজন ছাত্র । এই ছাত্রদের অভিযোগ ফার্ষ্ট ইয়ারের ছাত্রদের জন্য নতুন হষ্টেল বরাদ্দ হলেও সেকেন্ড,থার্ড ও ফোর্থ ইয়ারের ছাত্ররা এখনও পুরানো হষ্টেলে থাকে তাদেরকে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে এই দাবিতেই ছাত্ররা আমরণ অনশনে বসেছে।

আজ অনশন ছাত্রদের সঙ্গে দেখা করেন, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ উজ্জ্বল ভদ্র । তিনি ছাত্রদের অনশন তুলে নিতে অনুরোধ করেন । কিন্ত ছাত্ররা অধ্যক্ষের কাছে হাতজোড় করে বলে অবিলম্বে তাদের সমস্যার সমাধান করতে হবে।তবে অধ্যক্ষ এই বিষয়ে নির্দিষ্ট কোন প্রতিশ্রূতি দিতে পারেননি । বরং তিনি বলেছেন সমস্যার সমাধান করতে আরও কিছুদিন সময় লাগবে। এদিকে অনশনরত ছাত্ররা জানিয়েছে, তাদের দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবে।

Advertisement

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + thirteen =