কলকাতা 

যতদিন পর্যন্ত না সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ হচ্ছে, ততদিন স্থগিত থাকবে কাউন্সিলিং নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :   আজ একাদশ-দ্বাদশ শ্রেনির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারির আগে সফল পরীক্ষার্থীদের কোনও তালিকা প্রকাশ করা হয়েছিল কি না তা জানতে চেয়ে আজ সকাল সাড়ে দশটার মধ্যে রিপোর্ট দিতে গতকাল বলেছিল হাইকোর্ট। তবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র কার্যত স্বীকার করে নেন নিয়ম মেনে কমিশন কাউন্সিলিং-র বিঞ্জপ্তি জারি করেনি। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে জানান”কমিশনের অভ্যন্তরীন সমস্যার জন্য মেধা তালিকা প্রকাশ করা যায়নি।”  এরপর বিচারপতি শরাফ কমিশনের উদ্দেশে বলেন, “যদি মেধাতালিকা প্রকাশ না করা হয় তাহলে সাধারণ মানুষ কীভাবে জানবেন? উত্তরে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র বলেন, “কমিশনের ওয়েবসাইটে গেলে সফল পরীক্ষার্থীরা নিজের নাম  দেখতে পাবেন । বিচারপতি শেখর ববি শারাফ অসন্তোষ প্রকাশ করে বলেন, “না এতে সব কিছু হয় না।” মামলাকারীর  আইনজীবী আশিসকুমার চৌধুরি দাবি করেন,”নিয়ম যখন  মানা হয়নি তাহলে অবিলম্বে বাতিল করা হোক বিঞ্জপ্তিটিকে।” উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শেখর ববি শারাফ এসএসসি পক্ষ থেকে ৬ জুলাই কাউন্সেলিং-র জন্য যে  বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা বাতিল  করে দেন। বিচারপতি জানিয়ে দেন, যতদিন পর্যন্ত না সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা করা হচ্ছে ততদিন স্থগিত থাকবে কাউন্সেলিং । মেধা তালিকা প্রকাশের তিনদিনের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া চালু করা যাবে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন আইনের ১২ নং ধারা অমান্য করেই এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু করতে চলেছে এই অভিযোগে চাকুরি প্রার্থীদের একাংশ মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয় ৮ জুলাই। তাদের দাবি স্কুল সার্ভিস কমিশনের আইনের ১২ নং ধারায় পরিস্কার বলা হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কোনরূপ নিয়োগ করা যাবে না। সেই তালিকা পিডিএফ ফরম্যাটে প্রকাশ করার দাবি জানিয়ে মুনসী ওয়ারিস আসগর,তনুশ্রী দাস, বিশ্বজিৎ পাল সহ কুড়িজন এমপ্যানেল্ড কলকাতা হাইকোর্টে মামলা করে। মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেছেন এসএসসিতে  নিয়োগ সংক্রান্ত স্পষ্ট আইন থাকা সত্ত্বে তা সরাসরি অমান্য করে কাউন্সিলিং করতে চলেছে এসএসসি কর্তৃপক্ষ। এর ফলে দূর্নীতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । তাছাড়া চূড়ান্ত প্যানেল না থাকলে কারা কারা চাকরি পেলেন বা চাকরি প্রার্থীরাও তাদের অবস্থান জানতে পারবে না । সুতরাং গত ৬ জুলাই স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং-র যে বিঞ্জপ্তি জারি করেছে তাকে বাতিল করার জন্য উপরোক্ত ব্যক্তিরা মহামান্য হাইকোর্টে আবেদন করে। সেই আবেদনের গতকাল(১১জুলাই) শুনানির সময় মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরি আদালতকে বলেন, “এসএসসি গত ৬ জুলাই যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটা অবৈধ। কারণ চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ে জন্য চাকরি প্রার্থীদের ডাকতে পারে না। নিয়োগ সংক্রান্ত আইনে বলা রয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরই কাউন্সেলিংয়ে প্রার্থীদের ডাকা যাবে। কিন্তু, এসএসসি তা না করেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। যা অবৈধ।” এই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্ট একাদশ-দ্বাদশ শ্রেনির শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল । বিচারপতি স্পষ্ট জানিয়েছেন মেধা তালিকা প্রকাশ না করে কাউন্সিলিং করা যাবে না।

Advertisement

 


শেয়ার করুন
  • 125
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + seventeen =