জেলা 

Bomb Blast Case : রবিবার দেগঙ্গায় তৃণমূল পার্টি অফিসের পেছনে বোমা বিস্ফোরণে জখম কিশোর !

শেয়ার করুন

বাংলাপ জনরব ডেস্ক : রবিবার সকালে উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় তৃণমূল দলীয় পার্টি অফিসে পেছনে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয়েছে এক কিশোর । এই ঘটনার জেরে  দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত মোড় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে । কারা বোমা রেখেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে জখম কিশোরের নাম আরমান গাজি। তাকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার ১৩ বছরের আরমান পার্টি অফিসের পিছনে আমবাগানে খেলছিল। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়েছিল। তার মধ্যে কী রয়েছে, কৌতূহলবশত খুলে দেখে ওই কিশোর। বল মনে করে গোলাকার বস্তুগুলো টেনে বার করে আনে সে। আর তখনই বিস্ফোরণ ঘটে। আরমানের একটি হাতের আঙুল উড়ে গিয়েছে। বাঁ হাতে চোট পেয়েছে।

Advertisement

বিকট আওয়াজ শুনে এলাকার কয়েক জন ছুটে আসেন। উদ্ধার করা হয় আরমানকে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকেও। পরে ঘটনাস্থলে যান দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এ পর্যন্ত ওই ব্যাগের মধ্যে তিনটি তাজা বোমা পেয়েছে পুলিশ। বোমাগুলি উদ্ধার করার জন্য বম্ব স্কোয়াডকে করার খবর দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা শাহাবুল সর্দার বলেন, ‘‘সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে আইএসএফ এবং বিজেপি চক্রান্ত করে বাগানের মধ্যে এ ভাবে বোমা রেখে গিয়েছে।’’ পাল্টা বিজেপির কটাক্ষ, ‘‘এ ভাবে পুরো বাংলাকে বিস্ফোরকের উপর বসিয়ে রেখেছে তৃণমূল। সাধারণ মানুষের কোনও সুরক্ষা নেই।’’ অন্যদিকে, আইএসএফ জানিয়েছে, এই সব বোমা নিয়ে কারবার করে একমাত্র শাসক দলই । এই ঘটনার সঙ্গে কোনো ভাবেই আইএসএফের যোগাযোগ নেই । প্রয়োজন এনআইএকে দিয়ে তদন্ত করা যেতে পারে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ