জেলা 

শুক্রবার সাত সকালে উলুবেড়িয়ায় মমতা অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার, তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে গাড়ি চাপা দিয়ে মারা হবে বলে হুমকি দিয়ে পোস্টার পড়ল উলুবাড়িয়া এলাকায়। যা নিয়ে শোরগোল পড়ে গেছে সমগ্র হাওড়া জেলা জুড়ে।শুক্রবার সাতসকালে হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায়। উদ্ধার হওয়া পোস্টারে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। সবাই প্রদীপ জ্বালাবে।” এই পোস্টারের নেপথ্যে কে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

লোকসভা নির্বাচনকে ঘিরে সমগ্র রাজ্য জুড়ে সব কটা দলের প্রচার অভিযান চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। এই অবস্থায় এই হুমকি পোস্টার ঘিরে সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ বলে জানা গেছে।

Advertisement

শুক্রবার সকালে আচমকা মমতা ও অভিষেকের নামে হুমকি পোস্টার উদ্ধার হল হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন সকালে স্থানীয়রা সাদার উপর সবুজ কালিতে লেখা একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা। তাতে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। সবাই প্রদীপ জ্বালাবে।” ওই পোস্টারে একটি চিঠির উল্লেখ রয়েছে। লেখা হয়েছে, “আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।” সঙ্গে রয়েছে একটি চিঠি।

এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে উলুবেড়িয়ায়। পুলিশের তরফে জানানো হয়েছে, চিঠিতে কী লেখা আছে সেটা এখনও স্পষ্ট নয়। কেউ বা কারা রাতের অন্ধকারে একাজ করেছে। ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ