দেশ 

কন্যা শিশুকে অপহরণ করে খুন, রক্ত দিয়ে মন্দিরে পুজো ! গুজরাটের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদী অমিত শাহের রাজ্যে এবার নরবলির অভিযোগ উঠে। জানা গেছে সোমবার সকালে গুজরাটের ছোটাউড়েপুর জেলার পানেজ গ্রামের একটি পাঁচ বছরের মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এক গ্রামবাসী ঐদিন বিকেলে গ্রামের একটি মন্দিরের পাশ থেকে গলা কাটা অবস্থায় ওই শিশুটির দেহ উদ্ধার হয়।শুধু তা-ই নয়, মন্দিরের সিঁড়িতে রক্তের দাগও দেখতে পান গ্রামবাসীরা। আর তা থেকেই সন্দেহ ‘নরবলি’ দেওয়া হয়েছে।

ওই গ্রামেরই বাসিন্দা লালা তাড়ভিকে শিশুটিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শিশুটিকে বাড়ির সামনে থেকে অপহরণ করেন লালা। তার পর নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করেন বলে অভিযোগ।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার গৌরব আগরওয়াল জানিয়েছেন, শিশুটিকে কুড়ুল দিয়ে গলায় আঘাত করেন। শিশুটির গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলে সেই রক্ত সংগ্রহ করেন অভিযুক্ত। তার পর তাঁরই বাড়ির কাছে একটি মন্দিরে সেই রক্ত উৎসর্গ করেন। মন্দিরের সিঁড়িতে রক্ত দেখে গ্রামবাসীরা শিউরে ওঠেন। তার পরই মন্দির থেকে কিছুটা দূরে শিশুটির দেহ উদ্ধার হয়। মন্দিরের কাছেই রক্তমাখা অস্ত্র নিয়ে দেখা যায় অভিযুক্তকে। গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি ‘নরবলি’র ঘটনা। তথ্য সূত্র ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ