জেলা 

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি, বজ্রপাতে মালদহে মৃত ১১, ক্ষতিপূরণ ঘোষণা প্রশাসনের।

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  আজ বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে কালো হয়ে যায় মালদহের আকাশ। তারপরে যা ঘটলো তা নিতান্তই বেদনাদায়ক বলা যেতে পারে। বজ্রপাতেই মৃত্যু হয়েছে ১১ জনের। আর দমকা হওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি এবং প্রচন্ড বাজ পড়ছে জেলা জুড়েই চলছে বৃষ্টি।

সূত্রের খবর বজ্রাঘাতে জেলার ১১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নাবালক ও বেশকয়েকজন মহিলা রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় উঠতেই বাগানে আম পড়তে শুরু করেছিল। তাই আম কুড়োতে বাগানে ভিড় করেন। শুধু তাই নয়, ধান ও পাটের জমিতে কাজ করছিলেন অনেকেই। সেই সময়েই শুরু হয় প্রবল বজ্রপাত।

Advertisement

পুরাতন মালদহের সাহাপুরে ১৬ বছরের এক কিশোর সহ তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম চন্দন সাহানি (৪০) মনোজিৎ মণ্ডল (২১) এবং রাজ মৃধা (১৬)। মানিকচক ব্লকেও তিনজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে রয়েছেন অতুল মণ্ডল নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। বাকি দুজন ১১ বছরের কিশোর। তাঁদের নাম শেখ সাবরুল ও রানা শেখ। জানা গিয়েছে, চৌকি মিরদাদপুর এলাকায় তারা আম কুড়োচ্ছিল। সেই সময়ে আচমকাই তাদের উপর বাজ পড়ে। গাজলের আদিনা এলাকায় ১৯ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। রতুয়া থানা এলাকায় মৃত্যু হয় ৪৫ বছরের এক মহিলার।

হরিশ্চন্দ্রপুরের এক দম্পতির মৃত্যুর খবর পাওয়া গেছে। ইংরেজবাজার থানা এলাকায় ২৩ বছরের তরুণের মৃত্যু হয়। সেখানেই এক বধূ-সহ দু’জন জখম হয়েছেন। তাদের মধ্যে এক জন অষ্টম শ্রেণির ছাত্র। ইংরেজবাজারেও এক মহিলা বাজের আঘাতে আহত হন। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

জেলা প্রশাসনের তরফে দুর্যোগে নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহতদের সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ