জেলা 

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবান পুরের তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, অভিযুক্তকে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে গাছে বেঁধে মারধরের অভিযোগ, রাজ্যজুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। বিশেষ করে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই দলের নেতা এবং বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বাজারে ঘুরে বেড়াচ্ছিল। মাত্র সপ্তাহ দুয়েক আগেই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এরপরেই ওয়াকিবহাল মহল আশঙ্কা করছিল শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে এবার এলাকায় এলাকায় বিক্ষোভ শুরু হবে। কারণ শাসকদলের বেশ কিছু নেতা কর্মী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে সেই টাকা আদায়ের জন্য এলাকায় এলাকায় জনতা সংঘটিত হবে।

এই নিয়ে যখন আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহল ঠিক তখনই এটা বাস্তবায়িত হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। পঞ্চায়েত সমিতির এক কর্মাদক্ষর নামে টাকা নেয়ার অভিযোগে এলাকার মানুষ আজ শনিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয়। ওই নেতাকে না পেয়ে তার স্ত্রী ও পুত্রকে গাছে বেঁধে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

জানা গেছে,পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ভগবানপুর বিধানসভা এলাকার ভগবানপুর ১ নম্বর ব্লকের কোটবার গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতেই থাকেন পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েক। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তিনি আদায় করেছেন।

সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ নান্টু প্রধানের মূল এজেন্ট ছিলেন শিবশংকর। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং জেল হেফাজতের খবর পেয়ে শনিবার সকালে চাকরিপ্রার্থীদের সমস্ত রাগ গিয়ে পড়ল শিবশংকরের উপর। তাঁর বাড়িতে চড়াও হলেন জনগণ। শিবশংকরের স্ত্রী মলিনা নায়েক বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য। রোষ আছড়ে পড়ে তাঁর উপরও।

শনিবার সকাল থেকে প্রতারিত চাকরিপ্রার্থীরা দফায় দফায় শিবশংকর নায়কের বাড়িতে বিক্ষোভ দেখায়। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে পরিবারের সদস্যদের উপর ক্ষোভ উগড়ে দেন তাঁরা। সেসময় বাড়িতে ছিলেন না শিবশংকর। বিক্ষোভকারীদের অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একেকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেন তিনি। তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের মূল এজেন্ট নান্টু প্রধানের নাম উল্লেখ করতেন। বোঝাতে চাইতেন, তিনি চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু যাঁরা টাকা দিতেন, তাঁরা পরে চাকরির কথা বললেই এড়িয়ে যেতেন শিবশংকর। কেউ আবার জানালেন, দফায় দফায় মোট ৮ লক্ষ টাকা নিয়েছিলেন।

এদিন ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, পরিবারের সদস্যদের গাছে বেঁধে চলে মারধর। প্রতারিতদের দাবি, অবিলম্বে শিবশংকরকে গ্রেপ্তার করে সমস্ত টাকা ফেরানো হোক।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ