দেশ 

মাঝ গঙ্গায় বালি তোলার সময় সিলিন্ডার ফেটে নৌকায় বিস্ফোরণ, মৃত চার শ্রমিক, বিহারের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মাঝ গঙ্গায় নৌকায় বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে বিহারে গঙ্গার মাঝখানে নৌকার মধ্যে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ হয় যা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক অনুমান, নৌকায় বেআইনিভাবে তোলা বালি (Illegal Sand) নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাটনার (Patna) দানাপুর এলাকার একটি ঘাট থেকে রওনা দিয়েছিল একটি নৌকা। মাঝগঙ্গায় নৌকায় রান্না করা হয়। সেসময় সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউদাউ আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গঙ্গার নানা ঘাট থেকে বেআইনিভাবে বালি তুলে অনেক সময়েই নৌকাবোঝাই করে তা এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেসব নৌকায় যাত্রীরাও থাকেন। শনিবার দুর্ঘটনাগ্রস্ত নৌকায় ছিলেন বেশ কয়েকজন যাত্রী। তাতে বিপদ আরও বেড়েছে বলে মনে করছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানাচ্ছে, এভাবে বেআইনি বালি পাচারের ক্ষেত্রে সাধারণত পুলিশের নজর এড়িয়ে যায় দুষ্কৃতীরা। তাই কোনও দুর্ঘটনা ঘটলেও পুলিশকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয় না। কিন্তু দানাপুরে মাঝগঙ্গায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে যে পুলিশকে রোখার কোনও উপায় কার্যত ছিল না।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ