জেলা 

প্রকাশ্য দিবালোকে পুলিশ হেফাজতে থাকা হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে লক্ষ্য করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চলল গুলি, আতঙ্ক এলাকায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: যোগীরাজ্যের ছায়া পশ্চিমবাংলায় কি পড়ছে? তা না হলে দিনে দুপুরে হাসপাতাল চত্বরে গুলি চালিয়ে পুলিশ হেফাজতে থাকা এক বন্দিকে মারার চেষ্টা করা হলো। মনে করা হচ্ছে ঠিক উত্তরপ্রদেশের দুষ্কৃতীদের কায়দায় এই কাজ করা হয়েছে। গতকাল শুক্রবার মাদক মামলায় গ্রেপ্তার করা হয় হুগলির এক দুষ্কৃতী নাম টোটন বিশ্বাস।

আজ শনিবার ওই দুষ্কৃতিকে আদালতে তোলার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় রোগীদের ফিরে মিশে থাকা দুষ্কৃতীরা গ্রেপ্তার হওয়া টোটন বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালায়।এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

Advertisement

শুক্রবার মাদক মামলায় গ্রেপ্তার হয় টোটন বিশ্বাস নামে এক দুষ্কৃতী। শনিবার আদালতে তোলার কথা ছিল তাকে। বেলা ১১টা নাগাদ টোটোনকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের প্রবেশপথ দিয়ে হাসপাতালে ঢোকানো হয় টোটনকে। সেই সময় হাসপাতাল ভিড়ে ঠাসা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রোগীর পরিজনদের মধ্যে ভিড়ে মিশেছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। টোটনকে প্রিজন ভ্যান থেকে নামানো মাত্রই চলে গুলি। পেটে গুলি লাগে তার। রক্তাক্ত অবস্থায় হাসপাতাল চত্বরে লুটিয়ে পড়ে সে। আচমকা হাসপাতাল চত্বরে গুলি চলার ঘটনায় হইচই শুরু হয়ে যায়। এই সুযোগে দুষ্কৃতীরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।

গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং রোগীর পরিবারের লোকজন। প্রায় ছুটোছুটি শুরু করে দেন তাঁরা। টোটনকে ঠিক কোন সময়ে হাসপাতালে নিয়ে আসা হবে, তা আগেভাগেই জেনে গিয়েছিল দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টোটনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অন্য কোনও দুষ্কৃতীদল। তবে কোন দুষ্কৃতী দলের কাজ এটি, তা এখনও টের পাননি তদন্তকারীরা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ