দেশ 

Lakhimpur Clash : প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা পুলিশের , দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলনের পথে কংগ্রেস,‘‘আমরা নিশ্চিত করব যাতে কৃষকরা ন্যায় বিচার পান’’ বার্তা রাহুলের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  মন্ত্রী পুত্রের গাড়ি চাপা পড়ে আন্দোলনরত করেয়কজন কৃষকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তরপ্রদেশ । লখিমপুরে মন্ত্রীর কনভয়ে কলো পতাকা দেখানোর কর্মসূচি নেয় আন্দোলনকারী কৃষকরা । কালো পতাকা দেখানোর সময় বিক্ষোভ রত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র বলে অভিযোগ। আর এর ফলেই দুজন কৃষক মারা যান ঘটনাস্থলেই। এই খবর ছড়িয়ে পড়ার সমগ্র দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি নেয় বিরোধীরা ।

লখিমপুরে শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গে কৃষকদের সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে মোট আট জনের মৃত্যু হয় । এই ঘটনার পরেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। কিন্তু পথে সীতাপুরে তাঁর কনভয় আটকে তাঁকে যোগীরাজ্যের পুলিশ আটক করে। প্রিয়ঙ্কাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তাঁর হাতে হাতকড়াও পড়ানো হয়।

Advertisement

উত্তরপ্রদেশের সীতাপুরে প্রিয়ঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়ান। সংবাদমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ প্রিয়ঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করছে। অন্য দিকে, প্রিয়ঙ্কার দাবি, তাঁকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাঁদের কাছে ওয়ারেন্ট রয়েছে কি না।

ভিডিয়োতে প্রিয়ঙ্কার সঙ্গে থাকা কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডাকে বলতে শোনা যায়, পুলিশ কেন কংগ্রেস নেত্রীকে ধাক্কা দিচ্ছে। তিনি এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন। প্রতিবাদ করায় দীপেন্দ্রকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করতে শোনা যায় প্রিয়ঙ্কাকে।

রবিবার রাতে অবশ্য লখিমপুরে যেতে পারেননি প্রিয়ঙ্কা। তাঁকে আটক করে সীতাপুরে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার পরে প্রিয়ঙ্কার সমর্থনে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি বলেন, ‘প্রিয়ঙ্কা, আমি জানি তুমি পিছিয়ে যাবে না। ওরা তোমার সাহস দেখে ভয় পেয়েছে। আমরা নিশ্চিত করব যাতে কৃষকরা ন্যায় বিচার পান।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ