কলকাতা 

Weather Update : বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন

স্মৃতি সামন্ত: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। গভীর নিম্নচাপে এটি উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অভিমুখ রয়েছে। ২৬ তারিখ রবিবার এটি তৈরি হবে। এই দুয়ের সিস্টেম এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে মৎস্যজীবীদের আজি সমুদ্র থেকে ফিরতে নির্দেশ। আগামীকাল থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে মানা মৎস্যজীবীদের।

Advertisement

রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশ বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের।

রবিবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার। সোমবার দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বেশকিছু জেলায় ভারী বৃষ্টি বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে মঙ্গলবার। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তাই বাজ পড়ার আশঙ্কা।

শহর এলাকায় জল জমে যাবে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নদীর জল স্তর বাড়বে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ