“আপনার এই কার্যক্রমটাই সমস্যার নয়, সমস্যা হচ্ছে এর সময়” বিহারের নিবিড় সংশোধনী ভোটার তালিকা তৈরি নিয়ে শীর্ষ আদালতে তোপের মুখে কমিশন
বাংলার জনরব ডেস্ক: বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিতর্কিত এই কারণে যে এর সময়। বিহার বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ‘Special Intensive Revision’ (SIR) বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের সময়টা। দেশের শীর্ষ আদালত বলছে, ভারতের নির্বাচন কমিশন (ECI) যে ‘Special Intensive Revision’ (SIR) প্রক্রিয়া শুরু করেছে, তার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। তবে, ভোটের আগে এই সময়েই পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়াটাই প্রধান উদ্বেগের বিষয়।
বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে অংশ নেয়। আদালতে শুনানি চলছিল বিহারে ভোটার তালিকার বিশেষ পর্যালোচনার পক্ষে ও বিপক্ষে যুক্তির ভিত্তিতে। এর বিরোধিতা করেছে একাধিক বিরোধী দল, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনজীবী। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোটের নিরপেক্ষতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে।

তবে আদালত জানায়, সংবিধানের অধীনে কমিশনের এই ধরনের উদ্যোগ নেওয়ার অধিকার রয়েছে। বিচারপতিরা বলেন, “ওরা যা করছে, সেটা সংবিধান অনুযায়ী কর্তব্যের মধ্যে পড়ে। এর মধ্যে বাস্তবতার একটা দিক আছে। ২০০৩ সালের ভোটার তালিকাকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে, কারণ ওই সময় প্রথম ডিজিটালাইজেশন শুরু হয়। এর সমালোচনা হতেই পারে, কিন্তু এটা বলা চলে না যে এর পেছনে কোনও যুক্তি নেই।”
তবে ‘সময়’ নিয়ে কড়া প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতিরা স্পষ্ট বলেন, “আপনার এই কার্যক্রমটাই সমস্যার নয়, সমস্যা হচ্ছে এর সময়।”
প্রসঙ্গত, গত মাসে নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা পুনর্বিবেচনার নির্দেশ দেয়। তাদের মতে, গত ২০ বছরে তালিকায় ব্যাপকভাবে নাম অন্তর্ভুক্তি ও বাদ যাওয়ার কারণে একই ভোটারের একাধিকবার তালিকায় থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচনের মুখে থাকা বিহারে তীব্র বিতর্ক তৈরি হয়। বিশেষ করে কংগ্রেস (Congress) এবং আরজেডি (RJD) এই পদক্ষেপের কড়া সমালোচনা করে। তাদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সন্দেহজনক।