পাঁচলা আজীম স্কুলে ভোকেশনাল বিভাগের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সাধারণ মানের ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠা পাওয়া সহজ ,তাই এই শিক্ষা আজ ছাত্র ছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্য ও গুরুত্ব পাচ্ছে । পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালয়ের বৃত্তিমূলক শিক্ষা বিভাগের উদ্যোগে নবীন বরণ উৎসব বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিদ্যালয়ের সহ প্রধান্তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট প্রাবন্ধিক ,লেখক এস এম শামসুদ্দিন।
পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালযের ভোকেশনাল বিভাগের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাশ মুর্শেদ বাবু , ছাড়াও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সৈয়দ মোঃ গোলাম মোর্তোজা , প্রবীণ শিক্ষক শ্রী রমেন চন্দ্র পাত্র ,ও বিদ্যালয়ের সহ শিক্ষিকা মধুপর্ণা চক্রবর্তী , শিক্ষিকা মাকসুদা খাতুন , সহ শিক্ষক শেখ আজিজুর রহমান , সহ শিক্ষক শেখ জামির আলী। সহ শিক্ষক শ্রী রবীন্দ্র নাথ ঘোষ, মেহবুব আলম হীরা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ।

ভোকেশনাল কোর্সের সম্মানীয় স্টাফ মোঃ মনিরুল ইসলাম , ডা প্রশান্ত কুমার ঝরিয়া,শুভাশীষ অধিকারী ,সাবিনা সুলতানা ,শেখ শামীম আক্তার ,পলাশ দাস,শেখ রফিক আহমেদ ,পীযুষ কান্তি ঘোষ ,বিধান চন্দ্র ধাড়া,শেখ সাদিক আহমেদ পলাশ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্র ছাত্রীবা । এ দিন কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়।
পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাঃ আবু বক্কার মল্লিক সাহেব আমন্ত্রিত হলেও তিনি অত্যন্ত জরুরী কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি কিন্তু ব্যস্ততার মধ্যেও বিদ্যালয়ের ভোকেশনাল।বিভাগের সমস্ত ছাত্র ছাত্রীদের ও স্টাফদের শুভেচ্ছা জানিয়েছেন ।ভোকেশনাল বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুল ও মেমেন্ট দিয়ে আসেন শেখ সাদিকুল ইসলাম পলাশ।