নীতি আয়োগের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের ভুল মানচিত্র ক্ষমা চেয়ে সংশোধনের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : নীতি আয়োগ এর ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের মানচিত্রে জায়গায় বিহারের মানচিত্র কে দেখানো হয়েছে এই ঘটনায় তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নীতি আয়োগকে চিঠি দিয়ে অবিলম্বে ভুল মানচিত্র প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়ে সংশোধনের অনুরোধ করেছেন।
নীতি আয়োগের ওয়েবসাইটে ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে চার পাতার একটি নথি রয়েছে। সেই রিপোর্টটি নিয়েই বিতর্ক। পশ্চিমবঙ্গ সংক্রান্ত ওই রিপোর্টের প্রচ্ছদে ভারতের মানচিত্রে বিহারকে চিহ্নিত করা আছে। নীতি আয়োগের মতো দেশের প্রথম সারির একটি সরকারি প্রতিষ্ঠানের এমন ভুলকে কোনও সাধারণ ত্রুটি হিসাবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী।

বুধবার নীতি আয়োগের সহসভাপতি সুমন কে বেরিকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠানের সরকারি নথিতে এমন একটি গুরুতর ভুল শুধুমাত্র কোনও প্রযুক্তিগত ত্রুটি নয়। এর ফলে পশ্চিমবঙ্গের পরিচয় এবং মর্যাদাকে অপমান করা হয়েছে। নীতি আয়োগের সরকারি নথিতে এই ধরনের সাংঘাতিক ভুল মনোযোগ এবং রাজ্যগুলির প্রতি সম্মানের অভাবকেই প্রতিফলিত করে।”
এই ঘটনার নিন্দা জানিয়ে নীতি আয়োগের থেকে ব্যাখ্যা চেয়েছেন মমতা। মানচিত্রে পশ্চিমবঙ্গকে দেখানোর বদলে কেন বিহারকে দেখানো হল, তা নিয়ে নীতি আয়োগকে দ্রুত ক্ষমা চেয়ে রিপোর্টটি সংশোধন করার জন্য বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। এমন ভুলের ফলে সঙ্গত কারণেই নীতি আয়োগের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে নীতি আয়োগ প্রকাশিত বিভিন্ন রিপোর্টের মান এবং সেগুলি কতটা নির্ভুল এবং গ্রহণযোগ্য, তা নিয়েও সন্দেহ জাগে বলে চিঠিতে লিখেছেন মমতা।