কলকাতা 

সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়, সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত ৭ মে উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু যে রায় দিয়েছিল সেই রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বিচারপতি বসু ওই শূন্য পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশ দিয়েছিলেন তা বহাল রয়ে গেল। মঙ্গলবার এর শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর কোন স্থগিতাদেশ দেয়নি। ফলে বিচারপতি বিশ্বজিৎ বসু যে রায় দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরারি নিয়ে তা বহাল রয়ে গেল।

আজ মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। আগামী ১৮ জুন ওই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে।

Advertisement

সুপার নিউমেরারি পদে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখে বিচারপতি বসুর সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের আইনজীবীর বক্তব্য, দীর্ঘ দিন কি অন্তর্বতী স্থগিতাদেশ বহাল থাকতে পারে। দু’বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। মামলার শুনানি চলছে। অন্য দিকে, তাঁদের আরেক আইনজীবী মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সওয়াল, মামলাকারীরা পরীক্ষায় পাশ করেননি। তাঁদের মামলার কী গ্রহণ রয়েছে? পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা একটা দুর্নীতি। সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে। সুপ্রিম কোর্টও এর বিরোধিতা হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ