“মাধ্যমিক ২০২৫ : চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ” আজকের বিষয় বাংলা
“মাধ্যমিক ২০২৫ : চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ*
বিষয় — বাংলা
লিখেছেন : জহরলাল নাইয়া, শিক্ষক, হরিনাভি ডিভিএএস হাই স্কুল
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
প্রিয় পরীক্ষার্থী,
মাধ্যমিক ২০২৫ আসন্ন। এক্কেবারে তোমাদের দোরগোড়ায়। আর তোমরা এই প্রথমবার স্কুলের বাইরে গিয়ে অন্য স্কুলে পরীক্ষা দেবার জন্য প্রস্তুত। মাতৃভাষা দিয়ে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা, কারণ তোমরা যাতে মন খুলে লিখতে পারো।
তবে মনে মনে যে একটা চাপ, ভয়, অনিশ্চয়তা কাজ করে তা তো স্বাভাবিক। তবে এটাকে কাটিয়ে ওঠা যায়। আমি এখন সে কথাই বলতে চাইছি।
শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু কৌশল থাকে সেগুলো একটু রপ্ত করে নাও, দেখবে, মন থেকে ঐ সমস্ত চাপ-ভয় উধাও হয়ে গেছে।
এখন নতুন করে আর শেখার কিছু নয় বরং মনে রাখবে বছরভর তুমি যা শিখেছ, অনুশীলন করেছ তার ছাপ ফেলে আসতে হবে প্রথম দিনের মাতৃভাষার বাংলা পরীক্ষায়। তবে সময় এখানে খুব বড় একটা বিষয়।তাই তিন ঘন্টা পনের মিনিটের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে সে সম্পর্কে এখন বলছি। তোমরা প্রথমে এক নম্বরের 17 টা mcq প্রশ্নের সঠিক উত্তরটি এক জায়গাতেই ক্রমানুসারে লিখবে। তারপর উনিশটা এস এ কিউ প্রশ্নের উত্তর সঠিক দাগ নম্বর সহ পর পর এক জায়গাতে লিখবে। এইভাবে ৩৬ নম্বরের উত্তর যদি সঠিক দিতে পারো, শতকরা ৯০ এর উপরে নাম্বার অনায়াসে তুলে আনতে পারবে।
এবার আমি বড় প্রশ্নের অর্থাৎ ৩/৫ নম্বরের শেষ প্রস্তুতি হিসেবে যে যে গল্প, কবিতাগুলো দেখে যেতে বলব, মনে রাখবে এই উত্তরের জন্য দুটো আলাদা আলাদা অনুচ্ছেদ ব্যবহার করবে। তাহলেই পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে।
এবার আসি শেষ মুহূর্তের কিছু সাজেশনে। জ্ঞানচক্ষু, বহুরূপী, অদল বদল, পথের দাবী, নদী বিদ্রোহ থেকে এই ধরনের প্রশ্ন পাবে। এছাড়া কবিতার মধ্যে অসুখী একজন, আফ্রিকা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, অস্ত্রের বিরুদ্ধে গান এগুলি থেকে তোমরা বড় প্রশ্ন পাবে। তবে এর জন্য মূল পাঠ্য বইটা সুন্দরভাবে খুঁটিয়ে পড়া থাকতে হবে।
এরপর আসি নাটকের কথায়। সিরাজদৌলা থেকে চার নম্বরে প্রশ্নের জন্য তোমরা করবে ঘসিটি বেগমের চরিত্র, সিরাজদৌলার চরিত্র আর হিন্দু-মুসলমান সম্প্রীতি।
এরপরে আসি প্রবন্ধের কথায়।যারা কালি কলম সম্বন্ধে লিখবে, তারা কালি তৈরীর পদ্ধতি–এসব আজ অবলুপ্তির পথে… বিস্তারিত লিখতে পারো।
এছাড়া বাংলা ভাষার বিজ্ঞান যারা করবে তারা অভিধা, লক্ষণা ব্যঞ্জনা এবং পরিভাষার দিকে লক্ষ্য রাখবে।
এরপর সহায়ক গ্রন্থ কোনি থেকে দুটি ৫+৫ মোট ১০ নম্বরের প্রশ্নের জন্য শেষ মুহূর্তের টিপস হল– তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, পারিবারিক জীবন ও দারিদ্র্যের সঙ্গে লড়াই ও লীলাবতী চরিত্র এবার খুবই গুরুত্বপূর্ণ।
সবশেষে বলি ব্যাকরণ অংশ খুব মনোযোগ দিয়ে করবে। বিশেষ করে সমাস ও কারক বিভক্তি আর নির্মিতি অংশের সংলাপ ও প্রতিবেদনের মধ্যে সংলাপ লিখবে, না পারলে প্রতিবেদন, রচনা লিখবে।
রচনার প্রস্তুতি তোমরা অবশ্য ইতিমধ্যে নিয়েই ফেলেছ– প্লাস্টিক দূষণ, বায়ু দূষণ, জল সংকট, গাছ কাটার বিরুদ্ধে প্রতিরোধ, বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা দিবস উদযাপন, মোবাইলের কুফল এই বিষয়গুলি আরেকবার দেখে নেবে।
সবশেষে ১০ নম্বরের প্রবন্ধ থাকবে এর উত্তরে ভূমিকা উপসংহার সহ পাঁচটা পয়েন্ট তথ্যসহ যুক্তি দিয়ে লিখবে। এই বিষয়ে শেষ মুহূর্তের পরামর্শ হল– বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা, পরিবেশ ও বিশ্ব উষ্ণায়ন, খেলাধুলা মেলা ও আত্মকথার বাইরে এ বছর আর কিছু না করলেও অসুবিধা হওয়ার কথা নয়।বঙ্গানুবাদের জন্য চার নম্বর বরাদ্দ থাকে। এখানে দুই একটা অজানা শব্দ যদি থাকে ঘাবড়াবে না। তার ভাবানুবাদ করে দেবে, তাহলেই পুরো নাম্বার পাবে। আর শুদ্ধ বানান পরিমিতি বোধ, নির্ভুল যথাযথ উত্তর দিয়ে তোমরা প্রমাণ করবে তোমার খাতাই শ্রেষ্ঠ। অযথা কাটাকুটি, অস্পষ্ট হস্তাক্ষর এড়িয়ে চলবে, সুন্দরভাবে মার্জিন দেবে।এই বিষয়গুলি অবহেলা করবে না। সহজ ভাষায় নিজের মতো উত্তর দেবে। এই পরামর্শ গুলি মাথায় রেখে আত্মবিশ্বাসী হয়ে তোমরা প্রথম দিনের বাংলা পরীক্ষা দাও। বাংলা পরীক্ষা তো ভালো হবেই, তোমাদের সকলের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক খুব ভালো হবে। এই শুভকামনা ও শুভেচ্ছা রইল।
_____________________
সৌজন্যে : অনুসন্ধান সোসাইটি