কলকাতা 

উদার আকাশ প্রকাশনের ৫৯৫ নম্বর স্টলের উদ্বোধন করলেন লেখক ড. মইনুল হাসান 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উদার আকাশ প্রকাশনের ৫৯৫ নম্বর স্টলের উদ্বোধন করলেন লেখক ও সাবেক সাংসদ ড. মইনুল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্য গাঁয়ের আখ্যান’ খ্যাত কথাসাহিত্যিক ডাঃ মোঃ আবেদ আলি, সাহিত্যসেবক হাবিবুর রহমান।

আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার ৯ নম্বর গেটের একদম কাছেই ‘উদার আকাশ’-এর স্টল। উদার আকাশ প্রকাশনের সব গ্রন্থের সঙ্গে থাকছে গবেষণামূলক কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও পত্রিকার বিশেষ সংখ্যা। এ পর্যন্ত উদার আকাশ থেকে প্রকাশিত সমস্ত কাব্যগ্রন্থ, প্রবন্ধ সংকলন, উপন্যাস, গল্প সংকলন, গবেষণা গ্রন্থ পাওয়া যাচ্ছে। আর থাকছে উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট লেখকদের বেস্ট সেলার বইগুলো।

Advertisement

 

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘উদার আকাশ’ স্টল ৫৯৫ উদ্বোধন হয় মেলা শুরুর দিন। উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশন সংস্থার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ বলেন, সুস্থ সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে পাঠক দরবারে সমাদৃত হয়েছে আমাদের প্রয়াস। এবছর উদার আকাশ প্রকাশন থেকে ৯টি নতুন গ্রন্থ প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।

ওই দিন কাজী নজরুল ইসলাম-এর লেখা দেশাত্মবোধক ‘নজরুল গীতি পরিবেশন করবেন ছায়ানটের বিশিষ্ট শিল্পীবৃন্দ।উদার আকাশ প্রকাশনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার নারায়ণ সান্যাল সভাগৃহ-এ ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ৫.৪৫ মিনিটে উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট কলামিস্ট ও অধ্যাপক ড. অর্ণব সাহা-র লেখা প্রবন্ধ সংকলন ‘রাজনৈতিক কলাম কর্তৃত্ববাদ বনাম আজকের ভারত’, সামশুল আলম-এর গল্প সংকলন ‘রূপের বাতি’, আলমগীর রাহমান-এর কাব্যগ্রন্থ ‘ফেক প্রোফাইলের বাগান বাড়ি’, বৃন্দাবন দাস-এর কাব্যগ্রন্থ ‘সত্যি সত্যি’ অধ্যাপক মুহাম্মদ আফসার আলির প্রবন্ধ সংকলন ‘আমার সমাজ’ অধ্যাপক সা’আদুল ইসলাম-এর প্রবন্ধ সংকলন ‘জাতির বিবেক অন্নদাশঙ্কর’ এবং মৃদুলা বিশ্বাস-এর ‘এডুকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট অফ উইমেন ইন প্রিজন’ উদ্বোধন করবেন বিশিষ্ট কবি শ্রী সুবোধ সরকার, প্রাক্তন মন্ত্রী ও কলামিস্ট শ্রী পূর্ণেন্দু বসু, সাবেক সাংসদ ও কথাসাহিত্যিক ড. মইনুল হাসান, লেখক-সম্পাদক-প্রকাশক ও গিল্ডের সভাপতি শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায়, লেখক-সম্পাদক-প্রকাশক ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, প্রাক্তন সাংসদ ও পুবের কলম সম্পাদক আহমেদ হাসান ইমরান, বিশিষ্ট লেখক দেবাশিস পাঠক, বিশিষ্ট সমাজকর্মী কাজী মুহাম্মদ ইয়াসী, ফারুক আহমেদ, সম্পাদক ও প্রকাশক উদার আকাশ, সহ সম্পাদক মৌসুমী বিশ্বাস ও রাইসা নুর প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ