কলকাতা 

শিয়ালদহের বৈঠকখানা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫, সবাই যোগী রাজ্যের বিজ্ঞানের ছাত্র, মাদ্রাসার নয়!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সোমবার রাতে শিয়ালদাহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন এর পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। কলকাতা পুলিশের এস টি এফ এর পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল রাতে শিয়ালদহের বৈঠকখানা রোডের একটি বাড়িতে হানা দিয়ে এই সকল ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশের যোগী রাজ্যের বাসিন্দা এই দুষ্কৃতীরা কলকাতা শহরে অপরাধ করার জন্য জড়ো হয়েছিল বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ।মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনই তথ্য দিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমার।

সোমবার রাতে শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের কাছে বৈঠকখানা রোডের একটি বাড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখানেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে। একটি সেভেন এমএম সেমি অটোমেটিক এবং একটি সিঙ্গল শটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫ রাউন্ট তাজা কার্তুজও মেলে। গ্রেফতার করা হয় ৫ জনকে।

Advertisement

ধৃতরা হল শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্তা এবং রুকেশ সাহানি। সকলেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রত্যেকেই উচ্চশিক্ষিত। এরপরই প্রশ্ন উঠছে, কেন পাঁচ শিক্ষিত যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে জড়়ো হয়েছিল বাংলায়? তবে কি যোগীরাজ্যে চাকরি না পেয়েই অপরাধের পথ বেছে নিয়েছিল তারা? অস্ত্রপাচারের মতো অপরাধে জড়িয়েছিল? কী মোডাস অপারেন্ডি নিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এ রাজ্যে ঢুকেছিল যোগীরাজ্যের পাঁচ যুবক? কলকাতা কাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল? মঙ্গলবার ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন কলকাতা পুলিশের এসটিএফের অফিসাররা।

এদিন সাংবাদিক সম্মেলনে জয়েন্ট সিপি জানিয়েছেন, দুদিন আগে ট্রেনে চেপে কলকাতা এসেছিল রূকেশরা। ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে। কলকাতার একটি লজেই আশ্রয় নিয়েছিল তারা। তবে তাদের কাছ থেকে কোনও পরিচয়পত্র বা বৈধ নথি উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলির হদিশ পেতেই চলছে তদন্ত। ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশকে ইমেল করে গ্রেফতারি বিষয়টি জানানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ