রাহুলের চিন্তাভাবনার প্রতিফলন বাজেটে! এক কোটি বেকারকে ইন্টার্নশিপের সুযোগ করে দিতে কেন্দ্রের বিশেষ উদ্যোগ
বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার উদ্যোগ নিল মোদি সরকার। রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিবছর গ্রাজুয়েট পাস ছেলেমেয়েদের internship এর সুযোগ দেবেন তারা কেন্দ্রে ক্ষমতায় এলে। এর জন্য প্রতি মাসে ৮০০০ টাকার বেশি বেতন হিসাবে দেওয়া হবে এবং বছরে মোট এক লক্ষ টাকা। আজ দেশের অর্থমন্ত্রী নির্মল সীতারামন বাজেট পেশ করতে গিয়ে এই নতুন প্রকল্প ঘোষণা করেন। দেশের ১ কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ করে দেবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায় ।আগামী পাঁচ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ-তরুণীরা, জানিয়েছেন তিনি।
বাজেট ঘোষণায় নির্মলা জানিয়েছেন, ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং থেকে ছ’হাজার টাকার এককালীন ভাতা পাবেন তরুণ-তরুণীরা। তাঁদের প্রশিক্ষণের খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থাই। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল (সিএসআর) থেকে এই খরচ করতে হবে। এই ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে পরিচিত হবেন তরুণ-তরুণীরা। প্রতি মাসে তাঁদের উপার্জনও হবে। প্রথম বার যাঁরা চাকরির বাজারে পা রাখছেন, এই ধরনের ইন্টার্নশিপের সুযোগ পাবেন তাঁরাই।
মঙ্গলবার দেশের বাজেট ঘোষণা করতে গিয়ে ন’টি মূল অগ্রাধিকারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মধ্যে অন্যতম বেকারত্ব দূরীকরণ। দেশের তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করে অর্থনীতির উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও বাজেটে প্রাধান্য পেয়েছে নগরোন্নয়ন, শক্তির নিরাপত্তা, পরিকাঠামোর মতো দিকগুলি।
প্রথম যাঁরা চাকরির বাজারে পা রাখছেন, তাঁদের জন্য এক মাসের বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে সরকার। দু’কোটির বেশি তরুণ-তরুণী এই প্রকল্পের সুবিধা পাবেন। দু’লক্ষ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়াও, আগামী পাঁচ বছরে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০ লক্ষ তরুণ কর্মচারী এর সুবিধা পাবেন। বরাদ্দ হয়েছে ১.৪৮ লক্ষ কোটি টাকা। রাহুল গান্ধীর স্বপ্নের প্রকল্পকেই ঘুরিয়ে বাস্তবায়ন করতে চলেছে মোদি সরকার। আসলে মোদি সরকার এখন পুরোপুরি রাহুল গান্ধীর চিন্তাভাবনাকে নিজের সরকারের বাস্তবায়ন করার চেষ্টা করছে।