জেলা 

রেলমন্ত্রীর নির্দেশ মোতাবেক করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত খড়গপুর থেকেই শুরু করল সিবিআই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রেলমন্ত্রীর নির্দেশ মোতাবেক আজ সোমবার থেকেই বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত শুরু করল সিবিআই।এদিন খড়্গপুর থেকে সেই তদন্ত শুরু করলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

সোমবার সকালেই খড়্গপুরে পৌঁছে যায় সিবিআই। সেখানে সুপারভাইজার ট্রেনিং সেন্টার (এসটিসি) থেকে শুরু হয় তদন্ত। এই তদন্তের স্বার্থে কয়েক জনকে খড়্গপুরে ডেকে পাঠিয়েছেন গোয়েন্দারা।

Advertisement

সিবিআই সূত্রে খবর, বালেশ্বর, বাহানগা বাজার এবং ভুবনেশ্বর রেল স্টেশনের কয়েক জন আধিকারিককে সোমবার খড়্গপুরে আসতে বলা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং করমণ্ডল এক্সপ্রেসের কিছু যাত্রীকেও ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্বন্ধে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তার পর কী থেকে দুর্ঘটনা, তা খতিয়ে দেখবে সিবিআই। পরে দুর্ঘটনাস্থলেও যাবেন গোয়েন্দারা।

করমণ্ডল এক্সপ্রেসের ঘটনায় প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছিল, সিগন্যালের ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। কিন্তু রবিবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ইঙ্গিত দেন, দুর্ঘটনার নেপথ্যে রয়েছে মানুষের হাত। সে দিন সন্ধ্যায় তিনি জানান, সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি করমণ্ডলকাণ্ডে অন্তর্ঘাতের সম্ভাবনা দেখছে ভারতীয় রেল?

অন্তর্ঘাত কি না, তা বিস্তারিত তদন্তের পরেই প্রকাশ্যে আসবে। তবে আপাতত নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় সংস্থা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ