অরবিন্দ কেজরিওয়ালকে আরো ১৪ দিন জেলে থাকতে হবে নির্দেশ দিল্লির আদালতের
বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ আরো চৌদ্দ দিন বাড়ানো হয়েছে আজ তেইশে এপ্রিল মঙ্গলবার দিল্লির এক আদালতে পারভিন কেজরিওয়ালকে তোলা হলে আদালত জানিয়ে দেয় আগামী ৭ই মে পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন।
গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন আপ সুপ্রিমো। তার পর ইডি (ED) হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখান থেকে গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শীর্ষ আদালতের তরফে বলা হয়, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তার পরে। শুনানির আগে অবশ্য এই গ্রেফতারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
তবে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছিল, ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই মেয়াদ ফুরনোর দিনই দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে কেজরির জামিনের আবেদন নিয়ে শুনানি হয়। সেখানে আদালতের নির্দেশ, আরও ১৪ দিন জেলেই বন্দি থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। অর্থাৎ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়ও জেল থেকে বেরতে পারবেন না কেজরি। যদিও এদিন আদালত নির্দেশ দিয়েছে, জেলে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে কেজরিওয়ালের জন্য। দরকার পড়লে পরামর্শ নিতে হবে এইমসের চিকিৎসকদের থেকেও।
শুধু কেজরিওয়াল নয়, আবগারি মামলায় গ্রেফতার হওয়া কে কবিতাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভেনিউ কোর্ট। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর কন্যার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আপাতত তাঁকেও ৭ মে পর্যন্ত থাকতে হবে তিহাড় জেলে।