জেলা 

“আমি চাকরি দেব, আর আপনারা কলমের খোঁচায় চাকরি কেড়ে নেবেন! এটা বেআইনি নির্দেশ। আমরা সুপ্রিম কোর্টে যাব” : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ এসএসসির নিয়োগ মামলার প্যানেল বাতিল করার রায় যখন ঘোষণা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন। রায় ঘোষনার কিছুক্ষণ পরেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করা হয়। এরপর দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচারে চাকুলিয়ার নির্বাচনী জনসভা থেকে বাতিল চাকরিপ্রার্থীদের পাশে থাকার কথা জানালেন। একই সঙ্গে এই রায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের এই ধরনের সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,কী ভেবেছেন আপনারা। “আমি চাকরি দেব, আর আপনারা কলমের খোঁচায় চাকরি কেড়ে নেবেন! এটা বেআইনি নির্দেশ। আমরা সুপ্রিম কোর্টে যাব”।

Advertisement

এখানেই না থেমে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “না মন্দির না মসজিদ না গুরুদ্বারা। এটা বিজেপির বিচারালয়। বিজেপি যেখানে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। “অন্য কেউ পিল (পড়ুন পিআইএল তথা জনস্বার্থ মামলা) করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে বেল, বাকিদের জেল। এটা আজ নয়, অনেক দিন ধরে চলছে”।

মমতা আরও বলেন, “এটা বিচারপতিদের দোষ নয়। কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে। বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয়, সেই ড্রাফ্টটা তারা করে দেয়”।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কী করবেন সাজা দেবেন, জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলার জন্য আমাকে যদি শাস্তিও পেতে হয় আমি তৈরি”।

আদালত রায় ঘোষণার আগে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সোমবার বিস্ফোরণ হবে। তাতে শাসক দল টলে যাবে। শুভেন্দু অবশ্য হাইকোর্টের রায়ের কথা পষ্টাপষ্টি বলেননি। তবে তাঁর ইঙ্গিত কোন দিকে ছিল, তা অনেকেই আন্দাজ করার চেষ্টা করেন।

শুভেন্দুদের সেই হুমকিকে এদিনের রায়ের সঙ্গে জুড়ে দেখানোর জন্য চেষ্টা করেন মমতা। মুখ্যমন্ত্রী কৌশলে বোঝাতে চান, বিজেপিই কলকাঠি নেড়েছে।

গোটা ব্যাপারটার পিছনে যে ষড়যন্ত্র রয়েছে, তা আরও স্পষ্ট করে বোঝাতে ইঙ্গিত করতে মুখ্যমন্ত্রী এও বলেন, একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল!

মমতার কথায়, “সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি সেট অ্যাসাইড করে বলেছিল, নতুন করে ডিভিশন বেঞ্চ তৈরি হোক। কিন্তু কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ গড়বে? বিচারের বাণী নীরবে নিভতে কাঁদে”। পরে তিনি বলেন, আমি বিচারককে নিয়ে কিছু বলছি না। রায় নিয়ে বলছি। এবং রায়কে আমি চ্যালেঞ্জ করছি”।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ