কাটিয়াহাট মিশনে পরিবেশ দিবস পালন ও বৃক্ষরোপণ ও বিতরণ।
বিশেষ প্রতিনিধি: কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি (মিশনের) এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে মিশন ক্যাম্পাস থেকে কাটিয়াহাট বাজার চৌমাথা পর্যন্ত পাঁচশোর অধিক শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে নিয়ে র ্যালী করে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে। র ্যালীতে মিশন, মাদ্রাসা ও নার্সারী বিভাগের অভিভাবক অভিভাবিকা এবং পথচলতি মানুষও পা মেলায়।
উপস্থিত ছিলেন মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজি আকবর আলি সাহেব, মিশনের ডিরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক, আবু সিদ্দিক খান, সদস্য হাফেজ আবু বকর সরদার(সউদ), প্রধান শিক্ষক মোজাফফর রহমান, নার্সারীর বিভাগীয় প্রধান ইউনুস গাজী, মাদ্রাসার প্রধান হাফেজ নিজাম উদ্দিন,হোস্টেল সুপার রায়হান সরদার, আশিক হোসেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য, সাহেব সরদার, সরোয়ার মোল্লা, মহসিন মোল্লা, সমাজসেবী সুরজিৎ মন্ডল,তরিকুল ইসলাম প্রমুখ। সম্পাদক হাজি আকবর আলি সাহেব বলেন, আমরা এদিন মিশন ক্যাম্পাসে ১০০ গাছ রোপণ করেছি এবং ১০০ গাছ বিনামূল্যে বিতরণ করতে পেরেছি। কারণ গাছ পরিবেশ রক্ষা করে।দূষণ মুক্ত করে। বৃক্ষ শুধুমাত্র মানুষকে উপকার করে না পশুপক্ষীদের উপকার করে।
ডিরেক্টর ও সিরাত সম্পাদক, আবু সিদ্দিক খান বলেন, কাটিয়াহাট আল হেরা মিশন ও আল হেরা জামিয়াতুল ইসলামিয়া ও কিন্ডার গার্টেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অভিনব উদ্যোগে যেভাবে এই দাবদাহ পরিস্থিতিতে পরিবেশ দিবস উদযাপন করলো সত্যি প্রশংসার দাবি রাখে। দূষণ নিয়ন্ত্রণে বেশি বেশি করে গাছ লাগাতে হবে তবেই পরিবেশ দূষণমুক্ত হবে।