কলকাতা 

তিন দিনের দার্জিলিং সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী কেন সফর বাতিল? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পূর্ব নির্ধারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের দার্জিলিং সফর আজ সোমবার সকালে বাতিল করা হয়েছে।নবান্নের তরফে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা জানানো হয়েছে। কিন্তু কেন হঠাৎ পূর্বপরিকল্পিত এই সফর বাতিল করা হল, তা জানানো হয়নি।

যদিও নবান্ন সূত্রে মমতার দার্জিলিং সফর বাতিলের বেশ কিছু কারণ উঠে আসছে। মনে করা হচ্ছে, ওড়িশায় দুর্ঘটনা পরিস্থিতিতেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বাংলার বহু মানুষ মারা গিয়েছেন। শনিবার থেকে ক্রমাগত মৃত্যুসংবাদ আসছে এ রাজ্যে। এখনও বহু মৃতদেহ শনাক্ত করা যায়নি। বাংলার অনেকেই এখনও নিখোঁজ। এই পরিস্থিতি শহরে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে চান মমতা। তাই এখনই দার্জিলিং যাচ্ছেন না তিনি।

Advertisement

যদিও গত শুক্রবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার পরেও মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর বাতিল করা হয়নি। তাহলে সোমবার সকালে কেন বাতিল করা হলো তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ