‘ইনসাফ কা ব্র্যান্ড হ্যায়’ সিবিআইয়ের দরাজ প্রশংসা প্রধানমন্ত্রীর গলায়
বাংলার জনরব ডেস্ক : ‘ইনসাফ কা ব্র্যান্ড হ্যায়’ বলে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআই এর প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোমবার সিবিআই-এর ৭৫ তম বর্ষ উপলক্ষে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন সিবিআই এখন ন্যায় এবং সুবিচারের ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছে। যখনই কোনও দুর্নীতি হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা মনে পড়ে। এমনকি পঞ্চায়েত স্তরেও কোনও দুর্নীতি হলে মানুষ সিবিআই তদন্তের দাবি জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘যখনই কোনও দুর্নীতির কথা প্রকাশ্যে আসে, এমনকি সেই দুর্নীতি যদি পঞ্চায়েত স্তরেও হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা মনে পড়ে। সিবিআই তদন্তের দাবি তোলেন মানুষ। এর থেকেই বোঝা যায় বছরের পর বছর ধরে সিবিআই নিজেদের কাজের মাধ্যমে ন্যায় এবং সুবিচারের ব্র্যান্ডে পরিণত হয়েছে।’’
তিনি আরও যোগ করেন, ‘‘যাঁদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে তাঁদের অনেক ক্ষমতা। বহু বছর ধরে তাঁরা সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোনওভাবেই তাঁদের ছেড়ে দিলে হবে না। কোনও দুর্নীতিবাজ যেন ছাড় না পায়। এটাই দেশবাসীর ইচ্ছা। আমি ভরসা দিচ্ছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার সিবিআইয়ের সঙ্গেই আছে।’’
পাশাপাশি, এই দিন মোদীর ভাষণে উঠে আসে নিয়োগ দুর্নীতির কথাও। তিনি বলেন, ‘‘আগে সরকারি চাকরির নিয়োগে প্রচুর দুর্নীতি হত। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হত। অনেক সময় ইন্টারভিউয়ের সময় টাকা চেয়ে দুর্নীতি হত। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের চাকরির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে স্বচ্ছতা রাখতে ইন্টারভিউ বন্ধ করে দিয়েছি।’’
প্রধান মন্ত্রী এদিন সিবিআই তদন্ত সম্পর্কে বলতে গিয়ে বলেন অনেক তদন্ত দেরী হচ্ছে এমনকি অনেক মামলার তদন্ত দশ বছরেও ভালো করে শুরু হয়নি। এই অবস্থায় দ্রুত তদন্ত শেষ করতে হবে যাতে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাজা দেওয়া সম্ভব হয়।