কলকাতা 

অনুসন্ধানের উদ্যোগে মাধ্যমিক ২০২৪ প্রস্তুতির বিশেষ পরীক্ষা ও ক্লাস শুরু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

গৌরাঙ্গ সরখেল : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনুসন্ধান কলকাতার উদ্যোগে দশ মাস ব্যাপী বিশেষ প্রস্তুতি পরীক্ষা এবং ক্লাস আরম্ভ হলো রবিবার। মার্চ মাস থেকে চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। প্রতি মাসের শেষ রবিবার google ফর্মে নেওয়া হবে এই পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক মাস অনুযায়ী বেঁধে দেওয়া পড়াশোনার নিরিখে প্রস্তুত হবে এই পরীক্ষার সিলেবাস। এবং তা আগেই জানিয়ে দেয়া হবে ছাত্র-ছাত্রীদের। যাতে স্কুলের পড়াশোনার সঙ্গে সাযুজ্য থাকে এই পরীক্ষার।

গতকাল ২৬ মার্চ ছিল দশ মাস ব্যাপী এই পরীক্ষা পর্বের প্রথম দিন। যথারীতি আগেই সিলেবাস জানিয়ে দেয়া হয়েছিল ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট whatsapp গ্রুপে। এবারের সিলেবাস ছিল আগামী মাসের শুরুতে প্রথম সামেটিভ পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাসের অনুসরণে। সম্পূর্ণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। এদিন ঠিক সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। তার আগে পরীক্ষা পর্বের শুভ সূচনা করেন বিশিষ্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুসন্ধান কলকাতার অন্যতম এডভাইজর প্রশান্ত ভট্টাচার্য। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন দশ মাসের এই অনুশীলন কেবলমাত্র মাধ্যমিকের প্রস্তুতিতেই নয়, জীবনের গোল্ সেট করতে খুবই কার্যকর। সেদিক থেকে দেখতে গেলে, তিনি বলেন, তোমরা সত্যিই খুব ভাগ্যবান।

Advertisement

 

রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন অনলাইনের এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সাতটি বিষয়ের প্রতিটি থেকে দশটি করে এমসিকিউ প্রশ্নের এই পরীক্ষার পারফরম্যান্স বিচার করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক। তিনি বলেন, ইংরেজি, জীবন বিজ্ঞান, গণিত ছাড়া অন্যান্য বিষয়ে এখনো বেশ প্রস্তুতির অভাব লক্ষ্য করা গেছে। তবে এই তিনটি বিষয়ে সামগ্রিকভাবে ফলাফল ভালো,, আর শীর্ষস্থরে ছাত্র-ছাত্রীদের মধ্যেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ করা গেছে। ইতিহাস এবং বাংলার প্রস্তুতি আবার শীর্ষ পর্যায়ের ছেলে মেয়েদের মধ্যে অনেকটা ঘাটতি এখনো থেকে গেছে। যার ফলে সর্বোচ্চ স্কোর এবার ৭০ এর মধ্যে ৫৮, এটা ৫৯ হবে, কারণ ইতিহাসের একটি উত্তরে কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল। উত্তর ২৪ পরগনার বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র রৌণক সরকার এবারের পরীক্ষায় এই নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছে।

শীর্ষস্থান অধিকারী রৌনককে অন্যতম প্রকাশনা সংস্থা শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে একটি বই উপহার পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের কর্ণধার দেবজ্যোতি দত্ত। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বিশেষ অনুরোধে এদিন সন্ধ্যায় অনলাইনে একটি ইতিহাস ক্লাসের আয়োজন করা হয়। ক্লাস পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক অর্পণ বন্দোপাধ্যায়। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্র-ছাত্রী এবং পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত, ক্লাস নেওয়া সহ অন্যান্য কাজে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী অনুসন্ধান কলকাতার চিফ অ্যাডভাইজার অধ্যাপক মতিয়ার রহমান খান।

অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সহায়তায় আগামী দিনে প্রশ্নপত্রের মান উন্নয়নে আরো বেশি নজর রাখা হবে এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে তা সত্যিই কার্যকর হবে বলে জানান অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ