জেলা 

হটুগঞ্জে দুই দিন ধরে অনুষ্ঠিত হলো বঙ্গব্যাপী কুরআন প্রতিযোগিতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিবেদক: উস্থি থানার হটুগঞ্জে অনুষ্ঠিত হলো ২দিন ধরে বঙ্গব্যাপী কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেন ত্রিপুরা সহ রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসার ছাত্ররা।

‘আবাবিল ন্যাশনাল মুসাবাকাতুন কুরআন ‘এর উদ্যোগ শনি ও রবিবার অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। শনিবার সকাল থেকে শুরু হয় সেমি ফাইনাল। এই দুই পর্বে ত্রিপুরা ও বঙ্গব্যাপী মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন ।

Advertisement

উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় এলাকায় বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া মহাদেশের বিশিষ্ট কারী আব্দুর রউফ, মহারাষ্ট্রের আক্কেল কুয়া মাদ্রাসার সদরকারি আফজাল , বাংলাদেশের কারী হাবিবুল বাশার ও মাওলানা সাদ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রতিযোগিতার অবজারভার উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ-র প্রধান শিক্ষক মুফতি আতিকুর রহমান, কারী আব্দুর রাকিব, আলহাজ্ব নুর জামাল, সঞ্চালক মুফতি গোলাম মোর্তজা, মাওলানা রইসউদ্দিন আহমেদ, মুফতি মুজাহিদ ইসলাম, মাওলানা রেজাউল কাশেমী, হাফেজ আব্দুল কাইজার, আলহাজ্ব আব্দুল হাই, আল- আমীন মিল্লী মিশনের প্রধান শিক্ষক আব্দুল গাফফার , আলহাজ্ব উজুউদ্দিন গাজী প্রমুখ

প্রতি পর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ ৫ জনদের আকর্ষণীয় পুরস্কারের সঙ্গে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, সর্বনিম্ন ১০ হাজার টাকা নগদ দেয়া হয়।

উক্ত মহতী সভায় প্রখ্যাত কারী আফজাল সাহেব তাঁর বক্তব্যে কোরআনের মাহাত্ম্য ও গুরুত্বের উপর আলোকপাত করেন।

শিক্ষক ও সাংবাদিক আজিজুল হক তার বক্তব্যে বলেন, আমাদের দৈনন্দিন জীবনে শত ব্যস্ততার মধ্য দিয়েও কোরআন পড়া জরুরী। তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ পড়াও দরকার। অর্থ বুঝে পড়লে কুরআন পড়ার আগ্রহ মাত্রা পাবে।

তিনি আরো বলেন,একমাত্র মহাগ্রন্থ আল- কুরআন যার পাঠক সংখ্যা সবচেয়ে বেশি । সমগ্র জাহান জুড়ে রয়েছে তার পাঠক। দ্বিতীয় এমন কোন গ্রন্থ নেই যে কুরআন এর মতো চর্চা করা হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ