জেলা 

সর্বস্তরের শিক্ষকদের পাশে রাজ্য সরকার, মুর্শিদাবাদে শিক্ষক সম্মেলনে বললেন এ কে এম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, মুর্শিদাবাদ : কেন্দ্রীয় সরকারের বিভাজন নীতি এবং বৈষম্যমূলক আচরণ করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় এর নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ রাজ্যের প্রতিটি ক্ষেত্রে ছোঁয়া লেগেছে তা দেশের মধ্যে দৃষ্টান্ত স্বরূপ বলে দাবি করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য রবিবার মুর্শিদাবাদ জেলার লালগোলাতে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আন এ ডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য শিক্ষক সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মীদের স্বতঃস্ফূর্ত আগমনে মুখরিত হয়ে ওঠে নেতাজি আবাস।উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ জানায় কেন্দ্রের শত বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করছে অত্যন্ত প্রশংসনীয়।

Advertisement

দলের প্রতি একরাশ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি জানায়,যেভাবে দল তাকে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি করে তৃণমূল ভবনে সপ্তাহে প্রতি শুক্রবার মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে তা আপনাদেরই ভালো কাজের ফল। এই সংগঠন শুধুমাত্র ফুলফেজ শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য কাজ করার পাশাপাশি এম এস কে,আন এ ডেড শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করে যাচ্ছে। চলতি রাজ্য বাজেটে মানবিক সরকার সংখ্যালঘুদের উন্নয়নে যেভাবে অর্থ বরাদ্দ করেছে তা দেশের মধ্যে নজিরবিহীন।।

রাজ্যজুড়ে ২৩৫ টি আন এ ডেড মাদ্রাসা সহ যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বার্থে এই সংগঠন সবসময় প্রশাসনিক আধিকারিক এবং দলীয় পর্যায়ে যোগসূত্র স্থাপন করে কাজ করে যাচ্ছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী,প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী,বিশেষ সচিব শাকিল আহমেদ,মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দীন,মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন সহ আধিকারিকদের প্রচেষ্টায় দপ্তরের কাজ অত্যন্ত প্রশংসনীয়।

শিক্ষা সহায়ক উপকরণ ব্যাগ,জুতো,বই,খাতা, মিড ডে মিল সর্বস্তরের সুবিধা পাচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি। রাজ্যের প্রতিটি জেলাতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা যেভাবে সরকারি কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে তাতে মাদ্রাসা শিক্ষকরা স্বতঃস্ফূর্ত ভাবে যুক্ত আছে বলে তিনি জানায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ, শিক্ষাবিদ গোলাম মোঃ আকবরী, পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষে হাজী আনসার আলী,রাফিনা ইয়াসমিন,দেবতোষ বিশ্বাস,আমিনুল ইসলাম,মামুন আল বিরুনী,মনিরুদ্দিন খান, আয়োজক কমিটির পক্ষে নাজবুল ইসলাম মামুন,সদস্য রাজ্য কমিটি,ইকবাল হোসেন,চেয়ারম্যান রাজ্য কমিটি,জাভেদ মিয়াঁদাদ,রাজ্য সভাপতি,শ্রী পলাশ রোম,রাজ্য সম্পাদক,নাগমা নাজ,সদস্য রাজ্য কমিটি,মুস্তাক হোসেন,কার্যকরী সম্পাদক রাজ্য কমিটি,সুশান্ত চক্রবর্তী,ফরমান আলী,রফিকুল ইসলাম,উঃ দিনাজপুর জেলা সম্পাদক নাগমা নাজ,সন্দীপ নন্দী প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ