জেলা 

খুনের চেষ্টার মামলায় পুলিশি হেফাজতে অনুব্রত, ইডির দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নাটকীয়ভাবে অনুব্রত মণ্ডলকে পাঁচ মাস আগের একটি মামলায় রাজ্য পুলিশ হেফাজতে নিল। আগামী সাতদিন তাকে দুবরাজপুর থানার লক আপে সিসিটিভি নজরদারিতে থাকতে হবে এর ফলে ইডি অনুব্রত মণ্ডলকে এখনই দিল্লি নিয়ে যেতে পারবে না।

আগামী ২৭ তারিখ ফের অনুব্রতকে আদালতে পেশ করা হবে। এদিন অনুব্রতর জামিনের আবেদন জানাননি কেউ। আর মঙ্গলবার অনুব্রতর মামলা যেভাবে আইনি বাঁক নিল, তাতে অন্তত ৭ দিনের জন্য তাঁর দিল্লি যাত্রা অর্থাৎ ইডি হেফাজতে যেতে হচ্ছে না।

Advertisement

সোমবারই গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেইমতো তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে মঙ্গলবার ভোরে আচমকাই মোড় ঘুরে যায়। অন্য একটি মামলায় রাজ্য পুলিশ অনুব্রতেকে অভিযুক্ত করে দুবরাজপুর আদালতে পেশ করে। সেই মামলায় তাঁর ৭ দিনের পুলিশ হেফাজত হল।

অনুব্রতর বিরুদ্ধে চলতি বছরের জুলাই মাসে দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী অভিযোগ করেন, তিনি দলবদলের ইচ্ছাপ্রকাশ করলে তাঁকে খুনের হুমকি দিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর পার্টি অফিসে ডেকে গলা টিপে খুনের চেষ্টাও করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ অনুব্রতকে নিজেদের হেফাজতে নিল। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ তৃণমূল নেতাকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়। পুলিশ ১৪ দিনের হেফাজতের আবেদন জানান, কিন্তু বিচারক ৭ দিনের জন্য তা মঞ্জুর করেন। ২৭ তারিখ পর্যন্ত তাঁকে দুবরাজপুর থানার লকআপে থাকতে হবে, সিসিটিভির আওতায়।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ