জেলা 

বক্সের আওয়াজ কমাতে বলায় বোমাবাজি ভাটপাড়ায়, আহত তিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিয়ে বাড়ি উপলক্ষে গভীর রাত পর্যন্ত বক্স বাজছিল, এদিকে প্রতিবেশীদের ঘুমোতে অসুবিধা হচ্ছে । তাই বক্স বন্ধ করার অনুরোধ করা হয়। আর এতেই দক্ষযজ্ঞ বেধে যায় । এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি ।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় । আর এই বোমাবাজির ফলে বোমার আঘঅতে তিন জন গুরুতর আহত হয়েছে । এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রেহানা বিবির প্রতিবেশী সুরেশ কুমারের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এই সুরেশ আবার প্রাক্তন সেনাকর্মী। বিয়ে উপলক্ষে রাত হয়ে যাওয়ার পরেও খুব জোরে বক্স বাজছিল। ঘুমাবেন বলে রেহানা বিবি সুরেশ কুমারের ভাইপোর কাছে বক্সের আওয়াজ কমাতে বলেন। ওই প্রাক্তন সেনাকর্মীর ভাইপো তাতে সম্মত‌ও হন। রেহানা বিবির অভিযোগ, হঠাৎই সুরেশ কুমার বেরিয়ে এসে ভাইপোর কথাকে পাত্তা না দিয়ে বক্স আর‌ও জোরে বাজাতে শুরু করেন। এরপর‌ই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই বোমাবাজিতে গিয়ে পৌঁছয়। এটা ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ার ঘটনা।
বোমার আঘাতে গুরুতর জখম হয় রেহানা বিবির তিন ছেলে- মহম্মদ আসিফ, মহম্মদ রাজা ও ওয়াসিম আক্রম। তাঁদের কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বোমাবাজির খবর পেয়ে সঙ্গে সঙ্গে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুরেশ কুমার ও তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এলাকায় উত্তেজনা আছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ