কলকাতা 

কলকাতার টেরিটি বাজারে ভয়াবহ আগুন,হতাহতের কোনো খবর নেই,ধোঁয়ায় ছেয়ে গেছে সমগ্র এলাকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতার টেরিটি বাজারে ভয়াবহ আগুন। সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে জানা গেছে।টেরিটি বাজারের একটি বাড়ির তিনতলায় আজ শনিবার সন্ধ্যায় প্রথমে আগুন লাগে! জানা গিয়েছে ওই বাড়ির তিনতলা স্টোররুম হিসেবে ব্যবহার করা হত! আগুন লাগার খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি গাড়ি সেখানে এসে পৌঁছেছে। কিন্তু এই এলাকার গলি এতটাই ঘিঞ্জি যে গাড়ি ঢোকার সমস্যা হচ্ছে! গাড়ি না ঢোকায়, পাইপে করে জল নিয়ে আগুন নেভানোর কাজ চলছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বেশ পুরোনো। ওই বাড়ির দোতালার বাসিন্দাদের নীচে নামিয়ে আনা হয়েছে সুস্থ ভাবেই! তবে এখনও চলছে আগুন নেভানোর চেষ্টা। যেহেতু টেরিটি বাজার খুব ঘিঞ্জি তাই আগুন ছড়িয়ে পড়ার ভয় রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর কিছু জানা যায়নি।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। পরিস্থিতি দেখে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু এখন অনেকটা ধোঁয়া রয়েছে। দমকলের অফিসাররা কাজ করছেন। সবকিছু মিটতে সময় লাগবে। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পরই জানা যাবে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ